মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

Mamata Banerjee: ‘আর ভোট করতে দেবে না!’ রায়গঞ্জে কোন ‘ভয়ঙ্কর’ আশঙ্কা শোনালেন মমতা?

রায়গঞ্জ: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি জিতে গেলে দেশে আর ভোটই হবে না৷ এবারের ভোটকে তাই সবথেকে ভয়ঙ্কর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রায়গঞ্জের সভা থেকেই এই আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷

রায়গঞ্জ কেন্দ্রে দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী৷ বিজেপি দেশের গণতন্ত্রকে হত্যা করছে বলেও অভিযোগ করেন মু্খ্যমন্ত্রী৷ বক্তব্যের শেষ দিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘বিধানসভা নির্বাচনের আগেও অনেক বড় বড় কথা বলেছিল৷ এবারও বিজেপি গোটা দেশে ২০০ আসন পাবে না৷ আমরা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নই৷ বিজেপির ফাঁদে পা দেবেন না৷ আমরা আপনাদের পাহারাদার, বিজেপির মতো জমিদার নই৷’

আরও পড়ুন: ‘মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস-এর পায়ে!’ রায়গঞ্জে মমতার নিশানায় মহাগুরু

এর পরেই মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এবারের ভোটই সবথেকে ভয়ঙ্কর৷ এর পর আর ভোট করতে দেবে না, এনআরসি করে দেবে৷ বিজেপি জিতলে সর্বনাশ হয়ে যাবে৷

এ দিনের সভা থেকে অবশ্য এ রাজ্যের কংগ্রেস এবং বাম নেতৃত্বকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাখঢাক না করেই এ দিন তৃণমূলনেত্রী বলেন, বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই৷ বাংলায় আমরাই ইন্ডিয়া৷ আমি ইন্ডিয়া তৈরি করেছিলাম৷ জিতলে দিল্লিতেও ইন্ডিয়া জোটের সঙ্গে থাকব৷ কিন্তু এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের কোনও ঠাঁই নেই৷ ওরা বিজেপিকে সাহায্য করছে৷ রায়গঞ্জেও কংগ্রেস যাঁকে প্রার্থী করেছে, আগে ফরওয়ার্ড ব্লকে ছিলেন৷’

রায়গঞ্জের পর এ দিন বালুরঘাটেও দলীয় প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট রয়েছে৷