পাঞ্জাবী

Durga Puja Fashion 2024: পুজোয় কাছের মানুষকে উপহার দিতে পারেন এই হাতে আঁকা পাঞ্জাবি! জেনে নিন দাম

দক্ষিণ দিনাজপুর : পুজোতে মহিলাদের শাড়ির পাশাপাশি পুরুষদের পাঞ্জাবির চাহিদাও যথেষ্ট থাকে। তবে সেই পাঞ্জাবি যদি হাতের কাজ করা থাকে, তাহলে তো কথাই নেই। এই পাঞ্জাবির মধ্যেই নিজের হাতের কাজ করে একাধিক প্রতিচ্ছবি-সহ দুর্গা ঠাকুরের ছবি, স্বস্তিক চিহ্ন ফুটিয়ে তুলছে কলেজ পড়ুয়া লাবনী সরকার।

আরও পড়ুন: সাবধান! এইভাবে মুখ ধুচ্ছেন না তো? ত্বক একেবারে নষ্ট হয়ে যেতে পারে, দেখে নিন মুখ ধোয়ার সঠিক উপায়…

পড়াশোনার পাশাপাশি বিগত কয়েক বছর যাবৎ এই হাতের কাজ করে ব্যাপক সারা ফেলেছেন তিনি। তাই এবারের দুর্গাপুজোয় নিজের মনের মতন নকশা করা পাঞ্জাবি উপহার হিসেবে দিতে পারেন নিজের মনের মানুষ হোক বা বাড়ির আত্মীয় স্বজনকে।

আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের যম, এই পাতা খেলেই গায়েব হাঁটু ব্যথা, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

প্রসঙ্গত, রাত দিন এক করে বিভিন্ন পাঞ্জাবিতে হাতের কাজে ডিজাইন ফুটিয়ে তুলছেন পতিরামের বাসিন্দা লাবনী সরকার। বর্তমানে সে মাস্টার্স বিভাগের দ্বিতীয় বর্ষে পঠনরত হলেও ছোটবেলা থেকে এই ধরনের কাজের প্রতি তাঁর ঝোঁক ছিল।

ধীরে ধীরে শুরু হয় তাঁর হস্ত শিল্পের প্রতি পথ চলা। এবার পুজোয় পাঞ্জাবিতে রয়েছে তাঁর আঁকা কোনও ডিজাইন, আছে মা দুর্গার মুখ, কোনওটাতে আবার আছে বানী সহ একাধিক নকশা।

এবিষয়ে হস্তশিল্পী লাবনী সরকার জানান, ‘‘এই বছর তাঁর হাতের কাজে ফুটিয়ে তোলা পাঞ্জাবী বেশ আকর্ষণীয়। যা পুজোয় অষ্টমীর সকাল হোক বা দশমী যে কোনও দিন পরলেই লুক পাল্টে যাবে। দাম থাকছে সকলের সাধ্যের মধ্যেই।’’ করোনার পরবর্তী সময়ে হাতে আঁকা এই সমস্ত কাপড় এর পাশাপাশি পাঞ্জাবির চাহিদাও বেড়েছে। অনেকেই এখন নিজেদের পছন্দমত জিনিস বানিয়ে পরতে চান।

এর ফলে একদিকে যেমন হস্তশিল্পের প্রসার বাড়ছে, অপরদিকে নিজেদের পছন্দমত জিনিস পরতে পেরে খুশি সাধারণ মানুষ। লাবনী এই কাজে সারা দিনে সামান্য কিছু সময় ব্যয় করে মাসে তিন থেকে চার হাজার টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন । সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলেই ভবিষ্যতে এই রোদগার আরও বৃদ্বাধি পাবে বলেই আশা তাঁর

তবে দোকানে নয়৷ শুধু মাত্র অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন তিনি। আর তাতেই চমক দিচ্ছেন লাবনী। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়। যা এই বছর বেশ নজর কাড়ছে নেটিজেনদের কাছে। কাপড়ের গুণগত মান, সাইজের উপর নির্ভর করে দাম৷ বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি অনলাইনের মাধ্যমে কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারাও।

সুস্মিতা গোস্বামী