নৌকায় যাত্রীরা 

Purba Bardhaman News:গ্রামের রাস্তা না নদী বোঝ দায়! বাধ্য নৌকা করে ‘যন্ত্রণার’ পারাপার গ্রামবাসীদের

পূর্ব বর্ধমান: বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছিল পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা। কমবেশি প্রায় প্রত্যেকটা ব্লকেই একই ছবি ধরা পড়েছিল। তবে জেলার বেশ কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এই জায়গায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে। চাষের জমি থেকে শুরু করে, যাতায়াতের রাস্তা সবটাই রয়েছে জলের তলায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত কোরাপুর, বেলগড়িয়া এবং গাগরা গ্রামের মানুষদের যাতায়াতের প্রধান রাস্তা এখনও পর্যন্ত জলমগ্ন অবস্থাতেই রয়েছে। বাধ্য হয়ে এই তিনটে গ্রামের মানুষদের এখন নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে।

এই প্রসঙ্গে বলরাম গুপ্ত নামের এক ব্যক্তি বলেন, “আমাদের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। কুড়ি টাকা করে ভাড়া দিতে হচ্ছে নৌকাতে। পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।” যাতায়াতের রাস্তা জলমগ্ন তাই বাধ্য হয়ে নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। তবে নৌকার ভাড়া দিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে গ্রামবাসীদের। ব্যক্তিগত নৌকার মালিক পারাপারের জন্য যাত্রীদের কাছে একটু বেশি টাকা নিচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ। সারাদিনে একাধিক বার যাতায়াত করলে গ্রামবাসীদের বেশ কিছু টাকা খরচ হয়ে যাচ্ছিল। যার জেরে সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, প্রথমদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।তবে বর্তমানে গ্রামবাসীদের কথা ভেবে বিনামূল্যে নৌকা পরিষেবা প্রদান করছে পঞ্চায়েত। এই বিষয়ে দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান অপর্ণা চট্টোপাধ্যায় জানিয়েছেন,”আমাদের কাছে খবর আসার পরেই আমরা সমস্ত বিষয় ব্লকে জানিয়েছিলাম । এখন গ্রামবাসীদের সুবিধার্থে বিনামূল্যে ২ টো নৌকার ব্যবস্থা করা হয়েছে।”

আরও পড়ুনঃ Vegetable Market: উত্তরে বৃষ্টির জেরে জমিতে পচছে ফসল! বাড়ছে সবজির দাম

জানা গিয়েছে কোরাপুর, বেলগড়িয়া এবং গাগরা গ্রামে প্রায় ৯০০ পরিবারের বসবাস রয়েছে। রাস্তা জলমগ্ন হয়ে থাকার কারণে এখন তাঁদের নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে। এখন দেখার বিষয়ে কতদিনে স্বাভাবিক হয় এই পরিস্থিতি।