স্বাধীনতা সংগ্রামের নিদর্শন

Independence Day 2024: এই বাড়িতেই বসে তৈরি হত ব্লু প্রিন্ট! এটাই ছিল বিপ্লবীদের লুকানোর জায়গা, দেখুন

জলপাইগুড়ি: এখানেও রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা! ছোট্ট জেলা হলেও এই জেলার বুকেই রয়েছে নানা অজানা ইতিহাস। দেশ স্বাধীনের বহু স্মৃতি চিহ্ন আজও নিঃশব্দে বয়ে নিয়ে যায় জেলা জলপাইগুড়ি। কোথায় সেই আস্তানার ডেরা জানেন? কারা থাকত? কী হত? সবটাই হয়তো জলপাইগুড়িবাসীর একাংশের কাছেই এখনও অজানা।

উত্তর-পূর্ব ভারত এবং পূর্ববঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা জলপাইগুড়ি ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাশ্রম পড়ে রয়েছে অবহেলায় অনাদরে। এই আশ্রম ছিল পূর্ব বঙ্গে। দেশ স্বাধীনের আগে পরবর্তীতে আজ থেকে প্রায় ৮০ বছর আগে স্বদেশী আন্দোলনকারীদের আস্তানা হিসেবে ধূপগুড়ির প্রত্যন্ত নিরিবিলি গ্রামে এই আখড়া গড়ে তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত।

আরও পড়ুনCooch Behar News: প্রথমে স্বাধীন ভারতের অংশ ছিল না কোচবিহার! কীভাবে বাংলার জেলা হল এই রাজন্য স্টেট, জানুন চমকপ্রদ ইতিহাস

জানা গিয়েছে, স্বাধীনতার আগে বিপ্লবীরা গা ঢাকা দিতেন এখানে এসে। তাদের হাতেই তৈরি হয় এই বিদ্যাশ্রম। এই বিদ্যাশ্রমে সেসময় আশ্রয় নিয়ে আন্দোলন চালিয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা। এই আস্তানায় ছিলেন, শান্তি রঞ্জন চক্রবর্তী, রাখাল চন্দ্র দে, কুমারেশ ঘোষ, যাত্রামোহন দাসের মতো বহু স্বাধীনতা সংগ্রামী। সে সময় এখানে থেকে তাঁত বোনা হত সেই তাঁতের কাপড় তারা পড়তেন। পাশাপাশি এই প্রত্যন্ত এলাকার মানুষকে গ্রাম স্বরাজ করার জন্য তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা ছিল। এখনও এই বিদ্যাশ্রমে রয়ে গেছে অতীতের সেই নিদর্শনগুলি। রয়েছে চরকা, তাঁতঘর সহ অনেক কিছু।

তবে, বর্তমানে কার্যত অবহেলায় পড়ে রয়েছে এই স্বাধীনতা সংগ্রামীদের আখড়া। দেয়ালে ধরেছে ফাটল, ধীরে ধীরে ধ্বংসের পথে ঐতিহাসিক এই আস্তানা। কিন্তু, এখনও এই আশ্রম আগলে রয়েছে গৌরি ঘোষ। পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত করতে আশ্রমে খোলা হয় হরিজন স্কুল। ১৯৮৫ সালে গৌরী দেবী শিক্ষিকার কাজের জন্য মধ্যমগ্রাম থেকে এখানে আসেন। আশ্রমকে ভালবেসে তিনি আর ফিরে যাননি।

অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীদের সবাই ভুলে যাচ্ছে ঐতিহ্যশালী এই আশ্রমের প্রতি সরকার উদাসীন। কিছু বছর আগে সরকারের তরফে বিদাহক তহবিল থেকে ছোট একটি প্রার্থনা ঘর নির্মাণ করা হয়।গৌরী দেবী সহ এলাকার বাসিন্দাদের দাবি, রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে স্বাধীনতা সংগ্রামীদের এই আশ্রম।সরকারের তরফে যদি সঠিকভাবে এই আশ্রমটি রক্ষণাবেক্ষণ করে তাহলে এলাকার উন্নয়নের পাশাপাশি এটিও একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

সুরজিৎ দে