হস্তচালিত তাঁত 

Nadia News: এবার তাঁত শিল্পীদের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের

নদিয়া: এবার তাঁত শিল্পীদের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের।কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে বাংলার তাঁত এবং তন্তুজীবীদের জন্য কোনও ভাবনাই ভাবেনি এমনই অভিযোগ তৃণমূলের তবে তাদের দাবি রাজ্যসরকার ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এককালীন কো-অপারেটিভ ব্যাঙ্কের ঋণ মুকুব, এককালীন আর্থিক সহায়তা ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন কার্ড থাকলে PWCS এবং একক তাঁতশিল্পী (10%) ভর্তুকিযুক্ত লিলেন কটন সিল্ক বিভিন্ন ধরনের সুতো ক্রয় করতে পারবেন তন্তুজের (Yarn) ইয়ান ব্যাঙ্ক থেকে। এ ছাড়াও একক তাঁতশিল্পীরা তাদের তাঁতঘর মেরামতি বা সংস্কারের জন্য এবং তাঁত সরঞ্জাম ক্রয় করার জন্য এককালীন ৫০০০ টাকা সরাসরি তার একাউন্টে আর্থিক অনুদান পাবেন খরচের বিল একাউন্ট ডিটেল আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা দিয়ে।

আরও পড়ুন:  উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অসুস্থ বাবাকে বাংলাদেশের রাজশাহী থেকে ভারতে নিয়ে এলেন যুবক

হস্ত তাঁতশিল্পী ও শিল্পে নিযুক্ত হাতে প্রস্তুতকারী দক্ষ কারিগরদের মরণোত্তর সাহায্য / সহায়তা প্রকল্প ৬০ বছরের কম বয়স্ক তাঁতশিল্পী এবং কারিগরের অকালমৃত্যু হলে তাঁর পরিবার এককালীন ২ লক্ষ টাকা সাহায্য পেতে পারেন।তাঁতশিল্পীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য রয়েছে বস্ত্র মন্ত্রকের সহায়তায় বিশেষ মুদ্রা প্ৰকল্প।এই প্রকল্প গুলির জন্য এখন অনেকটাই খুশি বাংলা তথা শান্তিপুরের তাঁত শ্রমিকরা। তারা অনেকেই আশাবাদী এভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার তাঁতিদের কথা ভাবলে পুনরুজ্জীবিত হতে পারে পাওয়ারলুম রেপিয়ারের দাপটে প্রায় শেষ হয়ে যাওয়া বাংলার গৌরবান্বিত তাঁত শিল্প।

আরও পড়ুন: হু হু করে জল বাড়ছে ভাগীরথীতে, বন্ধ হয়ে গেল ফেরি যোগাযোগ

শান্তিপুর হ্যান্ডলুম অফিসে বিগত বেশ কয়েকদিন যাবত চলছে এই সরকারি সুবিধা কাগজপত্র জমা নেওয়ার কাজ । দুটি কাউন্টারে ৬ জন কর্মী সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফরম ফিলাপ এবং অন্যান্য কাগজপত্র জমা করছেন। তবে সরকারি নিয়মে বেড়াজালে আধিকারিকপ্রতিক্রিয়া না দিতে পারলেও তিনি জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন চলতে থাকবে এই কাজ। স্বচ্ছতার জন্যই সরাসরি হস্তশিল্পী তাঁতিদের আহ্বান জানিয়েছেন তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath