চেয়ারম্যানের মেসেজ

Hooghly News: একের পর এক অনুদান প্রত্যাখ্যানের খবর! এবার অনুদানের পক্ষে জমায়েতের ডাক কোন্নগরে

হুগলি: আরজি কর কাণ্ডেরপ্রতিবাদে পুজো অনুদান প্রত্যাখ্যান করছে একের পর এক পুজো কমিটি। উত্তরপাড়ার তিনটি কোন্নগরের একটি কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা পুজো অনুদান গ্রহন করবে না। এবার পাল্টা পুজো অনুদান নিতে ইচ্ছুকদের জমায়েতের ডাক দিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। হোয়াটসঅ্যাপে কোন্নগরের সব পুজো কমিটিকে চেয়ারম্যান লিখেছেন,যারা পুজোর সরকারি অনুদান ৮৫ হাজার টাকা নিতে ইচ্ছুক সেই সব ক্লাব আগামী কাল সন্ধা সারে ছটায় পুজো কমিটির ব্যানার পোস্টার নিয়ে চলচ্চিত্রম মোড়ে জমায়েত করুন।

আরও পড়ুন: উত্তরপাড়ার পুলিশ আবাসনের কঙ্কালসার অবস্থা! জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে পরিবার

এ হেন হোয়াটসঅ্যাপ মেসেজের পরেই শুরু হয়েছে শোরগোল। অনেক পুজো কমিটি যারা অনুদান নিচ্ছেন তারাও হয়ে পড়েছেন বিভ্রান্ত। তাদের বক্তব্য প্রতিবছরই পূজোর জন্য সরকার থেকে অনুদান দেয় তবে তার জন্য মিটিং মিছিল করে পোস্টার নিয়ে কোথাও বের হতো হয়নি। এই বছর এমনিতেই ডামাডোল পরিস্থিতি। সেখানে আবার অনুদানের পক্ষে মিছিল নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন বিভিন্ন পূজা উদ্যোক্তারা। যদিও এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তর্জাও। যে সমস্ত ক্লাব অনুদান বয়কট করেছে সরাসরি সিপিআইএম সমর্থক বলে আঙুল তুলেছেন চেয়ারম্যান স্বপন দাস। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি আবার বিজেপিও। তারা বলছে ভয় পেয়েছে সেই কারণে শক্তি পরীক্ষা করার জন্য এই মিছিলের ডাক।

আরও পড়ুন: এবার বাস নিয়ে বড় সিদ্ধান্ত, নয়া ঘোষণা পরিবহন মন্ত্রীর 

কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন,একটা মিথ্যা প্রচার চলছে যে গোটা কোন্নগরের সব পুজো কমিটি নাকি অনুদান প্রত্যাখ্যান করছে।এর বিরুদ্ধে আমাদের এই জমায়েত।যারা আসবেন তারা অনুদান পাবেন যারা আসবেন না তারাও পাবেন।কিন্তু কারা বয়কট করছে না সেটাই আমরা দেখে নিতে চাইছি।আমি চেয়ারম্যান বা দলের লোক হিসেবে এই আহ্বান করিনি।দুর্গোৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটাকে নিয়ে এভাবে মিথ্যা প্রচার করতে দেওয়া যায়না। যে ক্লাব বয়কট করেছে তারা এমন ভাব দেখাচ্ছে যেন কত সামাজিক কাজ করে।ক্লাবের ১০০ শতাংশ লোক সিপিএম।তারা যদি সমাজকে বার্তা দেয় তাহলে মানবো কেন? আমরা নিরপেক্ষভাবে কোন ঝান্ডা ছাড়াই সবাইকে আসতে বলেছি। মুখ্যমন্ত্রীর এই যে অনুদানের উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাবো।আর যে প্রচার চলছে কোন্নগরের কোন ক্লাব অনুদান নেবে না সেটাও প্রমাণ হয়ে যাবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার