West Bardhaman News: ট্রিপলেট-দের অবাক সাফল্য! জাতীয় তাইকোন্ডে চমক বাংলার তিন বোনের

পশ্চিম বর্ধমান: জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতায় কুলটির তিন বোনের বড় সাফল্য। জিতল রৌপ্য পদক। সুচেতা, রঞ্জিতা ও সুপ্রীতির বয়স এক, একই মায়ের গর্ভ থেকে এক‌ইসঙ্গে তাদের জন্ম। এরা ট্রিপলেট বা তিনজন যমজ বোন। ডিসেরগড় এসডি হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তিনজনেই। মেয়েদের সাফল্যে খুশির হওয়া চট্টোপাধ্যায় পরিবারে।

আরও পড়ুন: এই কাজ না করলে বন্ধ হবে হেঁসেলের রান্না! লাইনে না দাঁড়িয়ে করুন বাড়িতেই

বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তিন বোন এই পুরস্কার ছিনিয়ে নিয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে বসেছিল জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতার আসর। সেখানে রুপো জেতার পাশাপাশি তিন বোন পৃথক ইভেন্টে একক ও যুগ্মভাবে ব্রোঞ্জ পদক’ও পেয়েছে। উল্লেখ্য, গত বছর এই তিন বোন রাজস্থানের কোটা থেকে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল।

কুলটির ডিসেরগরের বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক বামাপ্রসাদ চট্টোপাধ্যায় হলেন এই উজ্জ্বল তিন কন্যার পিতা, যিনি এলাকায় রুপম স্যার বলেই বেশি পরিচিতি। তাদের মা সুনেত্রা চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় দম্পতি নিজস্ব উদ্যোগে তিন মেয়েকে চার বছর আগে শুভ গঙ্গোপাধ্যায়ের কাছে তাইকোন্ড প্রশিক্ষণে ভর্তি করেন। এর আগে রাজ্যস্তরের প্রতিযোগিতায় এই তিন বোন স্বর্ণপদক পেয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গত ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেরাদুনে ছিল ষষ্ঠ জাতীয় ক্যাডেট ইউরোজি এবং পুমাসে তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪। প্রতিযোগিতার আয়োজক ছিল তাইকোন্ড ফেডারেশন অফ ইন্ডিয়া। এই সংস্থা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে। সেই প্রতিযোগিতায় এই তিন বোনের সাফল্যে খুশি জেলার মানুষ। আগামী দিনে তিন বোন আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্বল করবে এমনটাই আশা সকলের।

নয়ন ঘোষ