পশ্চিম মেদিনীপুর: ফের একই পরিস্থিতি ঘাটালে। এই নিয়ে চলতি বছরে তিনবার বানভাসী ঘাটাল। ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হয়েছে দানার প্রভাবে। আর এই ভারী বর্ষণের ফলে ফের জলমগ্ন ঘাটাল মহকুমার একাধিক এলাকা। এই নিয়ে তিনবার বন্যা পরিস্থিতি জেলার ঘাটালে। সম্প্রতি দুর্গাপুজোর আগে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ঘাটালের মানুষ। প্রায় বেশ কয়েকদিন জলমগ্ন ছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। তবে ফের কালীপুজোর মুখে বানভাসি সেই ঘাটাল। মনে করা হচ্ছে, ভারী বর্ষণের ফলে একাধিক নদীতে জলস্ফীতি হওয়ায় এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন, চন্দ্রকোনা ২ ব্লকের একাধিক জায়গায় জল ঢুকেছে এলাকায়।
বন্যা এবং ঘাটাল যেন পারস্পরিক সমার্থক। তবে এবছর গোদের উপর বিষ ফোঁড়ার মত বন্যা লেগেই রয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। দানার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবের কারণে জেলা জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। যার ফলে শিলাবতী, ঝুমী সহ একাধিক নদীতে জল বেড়েছে। পাড় ছাপিয়ে যে জল প্রবেশ করেছে লোকালয়ে। মাত্র দুদিন পরেই কালীপুজো। তার আগে ঘাটালের রাস্তায় চলছে নৌকো। বাইক, সাইকেল কিংবা চারচাকা নয়, ঘাটালের মানুষের এখন যোগাযোগের মাধ্যম ডিঙি, নৌকা। যাতায়াতের মূল সড়কেই এখন নৌকা নিয়ে এদিক-ওদিক যাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: মোটা মাইনে, খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! ৫ নভেম্বর আবেদনের শেষ দিন
প্রসঙ্গত বর্ষার মরশুমে, দুর্গাপুজোর মুখে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঘাটাল জুড়ে। ক্ষয়ক্ষতির সম্মুখীন যেমন চাষে হয়েছিল, তেমনই মহকুমা জুড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল। মহকুমা প্রশাসন সূত্রে খবর, নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালে। উপরের জল নামার কারণে নতুন করে জল ঢুকছে একাধিক এলাকায়। সাধারণ মানুষের বাড়ি ঘরে, রাস্তার ধারে থাকা দোকান ঘরে জল ঢুকেছে। বিশ্বকর্মা পুজো থেকে দুর্গাপুজো পর্যন্ত বন্যা পরিস্থিতি ছিল মহকুমা জুড়ে। তারপরেও নিজেদের বাঁচিয়ে সামান্য আশার আলো দেখেও সব চুরমার করে দিয়েছে ফের বন্যা।
আরও পড়ুন: হার মানছে ঘূর্ণিঝড় দানার প্রভাব! সময়ে প্রতিমা ডেলিভারি দিতে মোক্ষম পথ বাছলেন ঘাটালের মৃৎশিল্পীরা
ইতিমধ্যেই চাষযোগ্য জমি জলের তলায়। বছরে তিনবার বন্যা পরিস্থিতি। মনে করা হচ্ছে, জল নামতে শুরু করলে অবশ্য এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে। তবে তা সময়ের অপেক্ষা। কতটা পরিস্থিতির স্বাভাবিক হয় তা শুধু সময় বলবে। তবে ফের বন্যা পরিস্থিতিতে নাজেহাল ঘাটালের মানুষ।
রঞ্জন চন্দ