Air Conditioner Safety: AC-র বাড়তি ব্যবহার, সাবধান! বিস্ফোরণ ঘটতে পারে! গুমোট ওয়েদারে বেশি AC ব্যবহারে বাড়ছে বিপদ, বাঁচার কয়েকটা উপায় রইল

দেশ জুড়ে তাপপ্রবাহ যেন দিনে দিনে বাড়ছে। সূর্যের খরতাপে পুড়ছে দেশের বেশিরভাগ অংশ। এক-এক জায়গায় তো তাপমাত্রার পারদ ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। খোদ রাজধানী দিল্লিতেই দেখা গিয়েছে এমন পরিস্থিতি। আর এমতাবস্থায় একের পর এক এসি বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। সম্প্রতি নয়ডাতেই তো এসি-র গোলযোগ এবং তার থেকে বিস্ফোরণের কথা আমরা খবরে দেখেছি।
দেশ জুড়ে তাপপ্রবাহ যেন দিনে দিনে বাড়ছে। সূর্যের খরতাপে পুড়ছে দেশের বেশিরভাগ অংশ। এক-এক জায়গায় তো তাপমাত্রার পারদ ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। খোদ রাজধানী দিল্লিতেই দেখা গিয়েছে এমন পরিস্থিতি। আর এমতাবস্থায় একের পর এক এসি বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। সম্প্রতি নয়ডাতেই তো এসি-র গোলযোগ এবং তার থেকে বিস্ফোরণের কথা আমরা খবরে দেখেছি।
কিন্তু তীব্র কেন হামেশাই সামনে আসছে এসি বিস্ফোরণের ঘটনার কথা?মূলত বৈদ্যুতিক এবং যান্ত্রিক গোলযোগের কারণেই তৈরি হচ্ছে এই আশঙ্কা। আর তাপমাত্রার পারদ চড়চড় করে বৃদ্ধির ফলে সমস্যা আরও বাড়ছে। তাই এসি ইউনিট যাতে অগ্নিকাণ্ডের মুখে না পড়ে, তা নিশ্চিত করা আবশ্যক। সতর্কতা অবলম্বন করার জন্য কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা করণীয়, সেটাই দেখে নেওয়া যাক।
কিন্তু তীব্র কেন হামেশাই সামনে আসছে এসি বিস্ফোরণের ঘটনার কথা?মূলত বৈদ্যুতিক এবং যান্ত্রিক গোলযোগের কারণেই তৈরি হচ্ছে এই আশঙ্কা। আর তাপমাত্রার পারদ চড়চড় করে বৃদ্ধির ফলে সমস্যা আরও বাড়ছে। তাই এসি ইউনিট যাতে অগ্নিকাণ্ডের মুখে না পড়ে, তা নিশ্চিত করা আবশ্যক। সতর্কতা অবলম্বন করার জন্য কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা করণীয়, সেটাই দেখে নেওয়া যাক।
এসি ঠিক রাখার জন্য নিম্নলিখিত কাজগুলি করা উচিত১. নিয়মিত এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। বিশেষ করে যখন তাপপ্রবাহের তীব্রতা বাড়ে সেই সময়টায়। আসলে ফিল্টারে ময়লা জমে বায়ু চলাচলের পথ বন্ধ করে দিতে পারে। যার জেরে এসি অতিরিক্ত গরম হতে শুরু করে।
এসি ঠিক রাখার জন্য নিম্নলিখিত কাজগুলি করা উচিত
১. নিয়মিত এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। বিশেষ করে যখন তাপপ্রবাহের তীব্রতা বাড়ে সেই সময়টায়। আসলে ফিল্টারে ময়লা জমে বায়ু চলাচলের পথ বন্ধ করে দিতে পারে। যার জেরে এসি অতিরিক্ত গরম হতে শুরু করে।
২. আউটডোর ইউনিট নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ এর মধ্যে পাতা, আগাছা থাকতে পারে। যা এসি-র কনডেন্সর কয়েল ব্লক করে দিতে পারে। ফলে এসি-র কার্যকারিতা কমে আর অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়।
২. আউটডোর ইউনিট নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ এর মধ্যে পাতা, আগাছা থাকতে পারে। যা এসি-র কনডেন্সর কয়েল ব্লক করে দিতে পারে। ফলে এসি-র কার্যকারিতা কমে আর অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়।
৩. আউটডোর ইউনিটের চারপাশে সঠিক বায়ুপ্রবাহ বজায় রাখার জন্য অন্তত ২ ফুট ক্লিয়ারেন্স বজায় রাখতে হবে। কাছাকাছি দাহ্য বস্তু রাখা চলবে না।৪. এক্সটেনশন কর্ড ব্যবহার করা চলবে না। কারণ এসি ইউনিটের জন্য নিজস্ব সার্কিট ব্যবহার করতে হবে। এক্সটেনশন ব্যবহার করলে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ৫. এসি ইউনিট-এর সার্ভিসিং করতে হবে সময়ে সময়ে। নাহলে গোলযোগ এবং তার থেকে বিস্ফোরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
৩. আউটডোর ইউনিটের চারপাশে সঠিক বায়ুপ্রবাহ বজায় রাখার জন্য অন্তত ২ ফুট ক্লিয়ারেন্স বজায় রাখতে হবে। কাছাকাছি দাহ্য বস্তু রাখা চলবে না।
৪. এক্সটেনশন কর্ড ব্যবহার করা চলবে না। কারণ এসি ইউনিটের জন্য নিজস্ব সার্কিট ব্যবহার করতে হবে। এক্সটেনশন ব্যবহার করলে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
৫. এসি ইউনিট-এর সার্ভিসিং করতে হবে সময়ে সময়ে। নাহলে গোলযোগ এবং তার থেকে বিস্ফোরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
৬. এসি ইউনিট থেকে অস্বাভাবিক রকম আওয়াজ হলে সেদিকে নজর দিতে হবে। এমনকী দুর্গন্ধ এলেও সেদিকে মনোযোগ দেওয়া আবশ্যক। সঙ্গে সঙ্গে ডাকতে হবে মেকানিক।

৬. এসি ইউনিট থেকে অস্বাভাবিক রকম আওয়াজ হলে সেদিকে নজর দিতে হবে। এমনকী দুর্গন্ধ এলেও সেদিকে মনোযোগ দেওয়া আবশ্যক। সঙ্গে সঙ্গে ডাকতে হবে মেকানিক।