নিভল আগুন

Fire Accident in Kasba Mall Update: বাগে এল আগুন, কসবার মলে আগুন নেভাতে স্কাইলিফটের ব্যবহার! ধোঁয়া বের করতে ভাঙা হল কাচ

কলকাতা: প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল কলকাতার কসবার নামী শপিং মলের আগুন। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই মলের চারতলায় আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। কোনও হতাহতের খবর নেই। স্কাইলিফট ব্যবহার করা হয় মানুষদের মল থেকে বের করে আনতে।

মলের চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা ছিল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। সঙ্গে সঙ্গে কাজ করেছে পুরোটাই। মলের আন্ডারগ্রাউন্ডে ৫ লক্ষ লিটারে রিসার্ভার ছিল। সেখান থেকে জল নিয়ে দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে। মলের অগ্নিনির্বাপণে কোনও গাফিলতি নেই। ১৫ থেকে ৩০ অন্তর চেক করা হয়। আমরা ডিটেকশন, ফায়ার নেভানোর সব উন্নত ব্যবস্থা রেখেছি।’

আরও পড়ুন: মাঝরাতে আচমকা ঘরে মদের গন্ধ, সার্চলাইট জ্বলছে! বৃদ্ধাক বেঁধে রেখে ভয়াবহ কাণ্ড হুগলিতে

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে সংসাদমাধ্যমে দমকলমন্ত্রী বলেন, ‘ওখানে একটা বইয়ের দোকান আছে। সেখানে কিছু ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখান থেকেই প্রাথমিক ভাবে আগুনটা ছড়ায়। ঘটনায় ফরেনসিক পরীক্ষা ও তদন্ত সবই হবে।’

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

এদিন বেলার দিকে হঠাৎই আগুন ও ধোঁয়া নজরে আসে ওই মলের চারতলায়। দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। আতঙ্কে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতে থাকেন মলের কর্মী ও সেই সময় সেখানে উপস্থিত থাকা অন্যান্য মানুষজন। খবর পেয়ে একে একে সেখানে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। ধোঁয়ার মধ্যেই মলের ভিতরে প্রবেশ করেন দমকল কর্মীরা। অক্সিজেন মাস্কও ব্যবহার করতে দেখা যায় তাঁদের। ভিতরের গরম বাতাস ও ধোঁয়া বের করতে মলের একাধিক কাচও ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।