শনিবার প্রচারের ছবি

TMC: রচনার প্রচারে ঝড় তুললেন দেব! ভোকাল টনিক দিলেন ‘দিদি নম্বর ১’কে, যা বললেন…

হুগলি: ‘তোমায় জিতেই হবে রচনা দি’, দেবের ভোকাল টনিক রচনাকে। শনিবার বিকেলে পান্ডুয়ার কলবাজার থেকে কাকলীতলা সিনেমার কাছে পাড়ায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটি দেখার জন্য কাতারে কাতরে মানুষের ভিড় জমেছিল রাস্তার দু-ধারে।

অভিনয়ের জগতে রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও, রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের সংসদ দেব। এ বার নিজের সতীর্থকে রচনাকে ও লোকসভায় দেখতে চান এমন জানিয়েছেন দেব। প্রচারের ফাঁকে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে কিছু টিপসও। দেব ও রচনা জুটিকে দেখার জন্য জন জোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি ইস্যুতে খড়্গহস্ত! আসল দোষী কে বা কারা? একান্ত সাক্ষাৎকারে সেলিমের কটাক্ষ

পান্ডুয়ার রাস্তায় বিকাল ৫’টা নাগাদ এসে পৌঁছন দেব। হুডখোলা সু-সজ্জিত গাড়িতে মেগা র‍্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার দুই প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান সেলফিও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্প ও করতে। দেবের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে রচনা বলেন, ‘গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। দেব নিজেই একটা টনিক।’

রচনার প্রচারে ময়দানে দেব নেমেছে তাতেই বাড়তি আত্মবিশ্বাস বেড়েছে। দেবের দেওয়া টিপস কি কি ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সব সময় মানুষের সঙ্গে ভালভাবে মিশতে। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে। সর্বদা হাসি-খুশি থাকতে। বাকি মানুষের যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবেন রচনা, আশাবাদী দেব।

রাহী হালদার