মারাত্মক ঘটনা

TMC: তৃণমূল নেতার মাথায় কোপ, রক্তে ভাসল চারপাশ! ভোটের দিনই আরামবাগে ভয়ঙ্কর দৃশ্য

কলকাতা: পঞ্চম দফা ভোটের দিনই রক্তাক্ত হল বাংলা। আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে, হুগলির খানাকুলের আরামবাগের বিজেপি-র উপ প্রধানকে মারধরের ঘটনায় এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। পঞ্চম দফা ভোটের আগেই উত্তপ্ত হুগলির খানাকুল।

আরও পড়ুন: খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ২, এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ কমিশনের

ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে। কমিশনের তরফে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে। দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ।

নির্বাচনের মুখে সরগরম খানাকুল। নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে রুট মার্চ করাতে হবে। গোটা এলাকায় ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এখনও রয়েছে। খানাকুলের ঘটনায় ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে এমনটাই জানানো হয়েছে।