পার্খ-মানিকরা জেলে, জামিন পেয়ে গেলেন জীবনকৃষ্ণ৷

Jiban Krishna Saha gets bail: পার্থ-মানিকরা এখনও জেলে! নিয়োগ মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন৷ এ দিন বড়ঞার তৃণমূল বিধায়কের  জামিনের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শুধু তাই নয়, সিবিআই-এর আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত৷

গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই৷ গ্রেফতারির প্রায় ১৩ মাস বাদে জামিন পেলেন তিনি৷ অভিযোগ উঠেছিল, সিবিআই-এর তল্লাশি অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ৷ সেই মোবাইল খুঁজতে তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে ফেলেছিল সিবিআই৷

আরও পড়ুন: ‘১৯৫-২০০ এর মধ্যে থাকবে BJP’, আর ইন্ডিয়া জোট…? ‘রেজাল্ট’ নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী মমতার

কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টের দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ এবার শীর্ষ আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনের মধ্যেই ফের স্বস্তির হাওয়া শাসক দলে৷

নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো শাসক দলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এখনও জেলবন্দি রয়েছেন৷ তাঁদের জামিনের বিরোধিতা করতে গিয়ে বার বারই প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেদিক থেকে দেখতে গেলে জীবনকৃষ্ণ সাহার জামিনের নির্দেশ অবশ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ তাৎপর্যপূর্ণ৷ তবে জীবনকৃষ্ণ সাহাকে তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷