Tag Archives: Jiban Krishna Saha

Jiban Krishna Saha: জামিনে মুক্তি পেতেই কালী মন্দিরে প্রণাম করে বাড়িতে প্রবেশ! জীবনকে করা হল রাজকীয় বরণ

মুর্শিদাবাদ: চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে ছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালে ১৭ই এপ্রিল তিনি সিবিআই হেফাজতে যান। তারপরে দীর্ঘ ১৩ মাস জেলবন্দী থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশের জামিন পেয়েছেন সম্প্রতি। অবশেষে তিনি শনিবার রাতে পৌঁছালেন আন্দি গ্রামে। নিজের বাড়িতে এসে পৌঁছালেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

আরও পড়ুনঃ ৭ দিনে মেদ গলবে জাস্ট ‘মোমের’ মতো…! রোজ সকালে লেবুর জল খান ‘এইভাবে’ ! ‘সিক্রেট’ উপায়ে বিশ্বাস রাখলেই কেল্লাফতে

জীবনকৃষ্ণ সাহা বাড়িতে পৌঁছানোর আগে আন্দিতে কালিতলাতে প্রণাম করেন সস্ত্রীক জীবন কৃষ্ণ সাহা। তারপরে তিনি বাড়িতে উপস্থিত হন। তাকে ফুল এবং চন্দন দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে মালা পড়িয়ে অর্ভ্যথনা জানানো হয়। জীবন কৃষ্ণ সাহা ফিরতেই দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। যদিও জীবন কৃষ্ণ সাহার কথায়, আইনের উপর পূর্ণ আস্থা আছে। আগামী দিনে আবারও রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবেন বলেও জানিয়েছেন জীবন বাবু।

জীবনকৃষ্ণ সাহা বলেন, সত্যের জয় হয়েছে আজকে যারা কর্মী সমর্থক তারা খুব আনন্দিত হয়েছে আমিও তাদের সঙ্গে খুব আনন্দ এবং গর্ববোধ করছি। মহামান্য সুপ্রিম কোর্টের রায় দিয়েছে সে রায় আমি মাথা পেতে নিয়েছি। আগামী দিনে যে রায় দেবে যে বিচার হবে যে রায় হবে কোর্টের সেটাও আমি মাথা পেতে নেব। জীবন কৃষ্ণ সাহা এও বলেন, তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব। মাননীয় সুপ্রিম কোর্ট ও যে সিবিআই কোর্ট আছে তারা যা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলবো। আগামী দিনে বিচার পাব এবং সত্যের জয় হবে বলেই জানান জীবনকৃষ্ণ সাহা।


প্রসঙ্গত উল্লেখ্য, চাকরি নিয়োগ দুর্নীতির কান্ডে ১৪ই এপ্রিল ২০২৩ সালে বড়ঞার আন্দি গ্রামে হানা দেয় সিবিআই। পরে বাড়ির পিছনে পুকুরে মোবাইল ফেলে দেন। তারপরে পুকুর থেকে জল ছেঁচে তার দুটি মোবাইল উদ্ধার করে সিবিআই। পরে ১৭ই এপ্রিল সিবিআই গ্রেফতার করে তাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জামিন পেযেছেন জীবন কৃষ্ণ সাহা। গত মঙ্গলবার জামিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বুধবার আলিপুর জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় বিধায়ক হোস্টেলে ছিলেন তিনি। অবশেষে বাড়ি ফিরে আসতেই দলীয় কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

কৌশিক অধিকারী

জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, দেখুন ভিডিও

সুপ্রিম কোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন৷ এ দিন বড়ঞার তৃণমূল বিধায়ককে জামিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ শুধু তাই নয়, সিবিআই-এর আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সম্ভবত আগামিকাল জেল থেকে মুক্তি পাবেন জীবনকৃষ্ণ৷ গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই৷

Jiban Krishna Saha gets bail: পার্থ-মানিকরা এখনও জেলে! নিয়োগ মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন৷ এ দিন বড়ঞার তৃণমূল বিধায়কের  জামিনের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শুধু তাই নয়, সিবিআই-এর আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত৷

গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই৷ গ্রেফতারির প্রায় ১৩ মাস বাদে জামিন পেলেন তিনি৷ অভিযোগ উঠেছিল, সিবিআই-এর তল্লাশি অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ৷ সেই মোবাইল খুঁজতে তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে ফেলেছিল সিবিআই৷

আরও পড়ুন: ‘১৯৫-২০০ এর মধ্যে থাকবে BJP’, আর ইন্ডিয়া জোট…? ‘রেজাল্ট’ নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী মমতার

কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টের দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ এবার শীর্ষ আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনের মধ্যেই ফের স্বস্তির হাওয়া শাসক দলে৷

নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো শাসক দলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এখনও জেলবন্দি রয়েছেন৷ তাঁদের জামিনের বিরোধিতা করতে গিয়ে বার বারই প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেদিক থেকে দেখতে গেলে জীবনকৃষ্ণ সাহার জামিনের নির্দেশ অবশ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ তাৎপর্যপূর্ণ৷ তবে জীবনকৃষ্ণ সাহাকে তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷