Tag Archives: Job Scam

পরীক্ষার আগেই চূড়ান্ত কারা চাকরি পাবেন? রামনগরের সমবায় সমিতির নিয়োগ ঘিরে বড় অভিযোগ

পঙ্কজ দাশরথী, রামনগর: পরীক্ষা হল না, তার আগেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে সফল প্রার্থীদের তালিকা৷ সমবায় সমিতির কয়েকটি পদে নিয়োগকে ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে৷

পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির চতুর্থ শ্রেণির ৬ জন স্থায়ী কর্মী ও এসএইচজি বিভাগে দু’জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুন: আবার নতুন ফ্যাসাদে সন্দীপ, এফআইআর দায়ের করেই কাজে লেগে গেল সিবিআই

আগামিকাল, ২৫ অগাস্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রয়েছে।তার আগেই চাকরিপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলার অভিযোগ উঠেছে সমবায় সমিতির পরিচালন কমিটির বিরুদ্ধে।

এই নিয়ে কাঁথির এআরসিএস- র কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ৬ জন এবং এসএইচজি বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য  ও প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে নিযুক্ত করতে চায় সমবায় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে তা প্রহসন বলে দাবি করেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রের সঙ্গে ওই চাকরিপ্রার্থীদের নামও জানান হয়েছে৷

তবে সমবায় সমিতির চেয়ারম্যান উত্তম দাসের দাবি, ‘অভিযোগ সম্পূর্ণ ভুল, এটা নিয়ে রাজনীতি করছে।আমাদের এ নিয়োগ স্বচ্ছ ভাবে হবে।’

Bangla News: পরীক্ষা তো দূর, ফর্ম ফিল-আপ না করেই সরকারি চাকরি পেলেন যুবক, তারপর? মারাত্মক কাণ্ড

মালদহ: বসেননি পরীক্ষায়, তারপরেও মেধাতালিকায় নাম। সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটের মেধাতালিকায় এমনই একজনের নাম রয়েছে বলে থানায় অভিযোগ দায়ের। ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়ার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। অভি‌যোগ তিনি কখনও পরীক্ষাতেই বসেননি। করেননি ফর্ম ফিলাপও। কিন্তু ওয়েবসাইটে সফলদের তালিকায় তাঁর নাম রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতি বলে অভিযোগ করেন খোদ ওই যুবক। চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ মালতিপুরের বাসিন্দা গোলাম সারোওয়ার আলম সিদ্দিকীর। অভিযোগকারীর দাবি, নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুন্ডু ২০১৭ সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহ-শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুন্ডুর পরিচয় হয়।

আরও পড়ুন: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?

পরিমল তাঁকে প্রলোভন দেন ২০১৮ সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তাঁর চাকরি করে দেবেন। পরিবর্তে তাঁকে চাকরি হওয়ার পর সাত লক্ষ টাকা দিতে হবে। পরিমল আরও বলে তিনিও এইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আরও অনেককেই চাকরি করে দিয়েছেন। প্রমাণ স্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়েনিং লেটারও দেখান। সেই সময় অভিযোগকারী তাঁকে বলেন তিনি তো পরীক্ষাতেই বসেননি। সেক্ষেত্রে কীভাবে তিনি চাকরি করবেন? কীভাবে ওয়েবসাইটে তাঁর নাম দেখাবে?

আরও পড়ুন: কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস, বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা

অভিযুক্ত দাবি করেন সেটাও সম্ভব হবে। তারপর এই চলতি মাসের ১৪ তারিখে অভিযোগকারীর চক্ষু চড়কগাছ হয়ে যায় তালিকা দেখে। পরিমল কুন্ডুর সহযোগী পরিচয়ে একটি নম্বর থেকে ফোন আসে অভিযোগকারীর কাছে। জানানো হয় ফুট সাব-ইন্সপেক্টরের ২০১৮ সালের তালিকায় তাঁর নাম উঠে গেছে। দেওয়া হয় একটি রোল নম্বর। অভিযোগকারী চেক করে দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরও বেশ কয়েকটি নম্বর থেকে আধিকারিকদের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে।

তাঁর কাছে টাকার দাবি করা হয়। তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সমগ্র ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই যুবক। গোলাম সারোয়ার আলম সিদ্দিকী বলেন, ‘আমি চাই পুলিশের তদন্ত করে এই দুর্নীতির পর্দা ফাঁস করুক। তদন্তের জন্য আমি সমস্ত রকম সহযোগিতা করব।’

হরষিত সিংহ

Jiban Krishna Saha gets bail: পার্থ-মানিকরা এখনও জেলে! নিয়োগ মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন৷ এ দিন বড়ঞার তৃণমূল বিধায়কের  জামিনের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শুধু তাই নয়, সিবিআই-এর আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত৷

গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই৷ গ্রেফতারির প্রায় ১৩ মাস বাদে জামিন পেলেন তিনি৷ অভিযোগ উঠেছিল, সিবিআই-এর তল্লাশি অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ৷ সেই মোবাইল খুঁজতে তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে ফেলেছিল সিবিআই৷

আরও পড়ুন: ‘১৯৫-২০০ এর মধ্যে থাকবে BJP’, আর ইন্ডিয়া জোট…? ‘রেজাল্ট’ নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী মমতার

কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টের দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ এবার শীর্ষ আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনের মধ্যেই ফের স্বস্তির হাওয়া শাসক দলে৷

নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো শাসক দলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এখনও জেলবন্দি রয়েছেন৷ তাঁদের জামিনের বিরোধিতা করতে গিয়ে বার বারই প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেদিক থেকে দেখতে গেলে জীবনকৃষ্ণ সাহার জামিনের নির্দেশ অবশ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ তাৎপর্যপূর্ণ৷ তবে জীবনকৃষ্ণ সাহাকে তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷