তৃণমূল বিধায়ককে মার

TMC MLA: কালীপুজোর রাতে তৃণমূল বিধায়কের উপর ভয়ঙ্কর হামলা! বেদম মার, হাড়োয়ায় ভয়াবহ ঘটনা

জিয়াউল আলম, মিনাখাঁ: কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ। আলাদা আলাদা ভাবে দুই থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মিনাখাঁ বিধানসভার বিধায়িক ঊষারানি মণ্ডল ও তার স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডলের উপর হামলার অভিযোগ। গাড়ি থেকে নামিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশকে গোটা ঘটনা জানানো হয়েছে। দলকেও জানানো হয়েছে এ বিষয়ে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর, কলকাতায় বাতিল হবে প্রায় ২০০০ বাস! যাতায়াতে নাভিঃশ্বাস উঠবে না তো?

জানা যায়, কালীপুজোর রাতে হাড়োয়া থানার কালীপুজোর অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখাঁর বিধায়কের উপর হামলা চালায় বলে অভিযোগ। হাড়োয়ায় কিছু নেতা বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট মারে বলে অভিযোগ। তারপর বিধায়ক ও তাঁর স্বামী গাড়ির দরজা খুলে বাইরে বের হতেই নেতা ও তার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ।

ঘটনায় বিধায়কের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। কাঠের চ্যালা দিয়ে বিধায়কের পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিধায়ক ও তাঁর স্বামীকে বাঁচাতে এসে আহত হন বিধায়কের সহকর্মীরা। প্রায় পাঁচ জন সহকর্মী আহত হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

এদিকে, গতকাল রাতেই সন্দেশখালিতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূলের কর্মীদের উপর হামলার ঘটনায় দুই তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ।