ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা মারফত ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত থাকতে আবেদন জানিয়েছেন

TMC Brigade Rally: তৃণমূলের ‘জনগর্জন’ ব্রিগেডের আগের দিন দুপুরের মেনু ডিম-ভাত, কলকাতামুখী দলীয় কর্মী সমর্থকরা

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। যার দিকে নজর গোটা রাজ্য রাজনীতির। ব্রিগেডের কয়েকদিন আগে থেকেই কলকাতার একাধিক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য। আর সেই থাকার জায়গাগুলিতে দেখা গেল দুপুরের মেনুতেও ডিম – ভাত। শনিবার দুপুরে গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য দুপুরের মেনু ছিল সাদা ভাত, ডাল,ডিমের ঝোল।মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে যে সব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। তাছাড়া ইকো পার্ক,উত্তীর্ণ,নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও থাকার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছতে শুরু করেছেন।এদিন সকালেই উত্তরবঙ্গ থেকে ট্রেনে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছন।রবিবার মূলত গীতাঞ্জলি স্টেডিয়াম,নেতাজি ইনডোর স্টেডিয়াম, ইকো পার্ক থেকে মিছিল করে ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।পাশাপাশি বাসেরও ব্যবস্থা রাখা হচ্ছে তাঁদের জন্য।অন্যদিকে ব্রিগেড শুরু এর কয়েকঘণ্টা আগে দলীয় কর্মী সমর্থকদের জন্য যে থাকার জায়গাগুলো করা হয়েছে তা পরিদর্শনে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : রবিবার জনগর্জন! সফল করতে মরিয়া তৃণমূল, জেলায় জেলায় প্রস্তুতি… স্লোগান কী থাকছে?

পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডেও  তিনি যাবেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা মারফত ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত থাকতে আবেদন জানিয়েছেন। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা কার্যত শক্তি পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।সূত্রের খবর রবিবার ব্রিগেডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১ টা নাগাদ পৌঁছাবেন।সেইমতো প্রস্তুতি নেওয়া হয়েছে।তৃণমূল কংগ্রেসের এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাও আটসাঁট করা হয়েছে।