স্কুল পরিদর্শন

South Dinajpur News: গার্লস স্কুলের নিরাপত্তা বাড়াতে বড়সড় উদ্যোগ! কোমড় বেঁধে নামল পুলিশ

দক্ষিণ দিনাজপুর: আরজি কর ঘটনার পর বালুরঘাট শহরের একাধিক গার্লস স্কুল সহ নার্সিং পড়ুয়াদের হস্টেলের নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখতে এবার উদ্যোগ গ্রহণ পুলিশ প্রশাসনের। এদিন ডিএসপির নেতৃত্বে পুলিশ আধিকারিকরা বালুরঘাট হাসপাতাল চত্বরে থাকা নার্সিং কলেজে গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং কথা বলেন নার্সিং কলেজের সুপারের সঙ্গে। প্রসঙ্গত, বালুরঘাট নার্সিং কলেজে সিসিটিভি রয়েছে কিন্তু তা পর্যাপ্ত নয়। নাইট গার্ড আছেন কিন্তু তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নন।

অপরদিকে বালুরঘাট গার্লস স্কুলে সিসিটিভি আছে পাশাপাশি নাইট গার্ড আছেন, দিনের রক্ষীও আছেন। কিন্তু কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নন। এমত অবস্থায় কতটা নিরাপত্তায় ছাত্রীরা রয়েছে। তাই এদিন বালুরঘাট গার্লস স্কুল, আশুতোষ বালিকা বিদ্যালয়, নদী পার এনসি গার্লস হাইস্কুল সহ একাধিক স্কুলের নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এই দিন মূলত এই সমস্ত স্কুল গুলির নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের রয়েছে, কারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন এবং ক্লোজ সার্কিট ক্যামেরা কতগুলো লাগানো রয়েছে সেই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করেন পুলিশ আধিকারিক।

আরও পড়ুন:উন্নয়নের বার্তা দিয়ে রাজরাজেশ্বরী মন্দিরের আদলে দুর্গা পুজোর প্রস্তুতি জেলার এই ক্লাবের

তবে অধিকাংশ স্কুল সহ বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলেও পর্যাপ্ত সিসিটিভি নেই। যেখানে প্রায় ১৮০ জন মহিলা নার্সিং ট্রেনিং করেন। সেখানে মাত্র ১১টি সিসিটিভি রয়েছে। অভিযোগ, নার্সিং ট্রেনিং স্কুলের পাশে থাকা পরিত্যক্ত ঘরে চলে নেশার ঠেক। যেখান থেকে কুনজরে তাকানো হয় মহিলাদের দিকে। ট্রেনিং স্কুলে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। এই সব বিষয়গুলি পুলিশের কাছে তুলে ধরেন নার্সিং ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ। প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে সিসিটিভির জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করার কথা পুলিশের তরফে জানানো হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী