সুসজ্জিত টোটো 

টোটো পেল এবার ভোটের ‘বড়’ দায়িত্ব! সেজেগুজে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায়, গলিতে

বাঁকুড়া: একের পর এক সুসজ্জিত টোটো ঘুরে বেড়াচ্ছে গোটা শহর থেকে গ্রামাঞ্চল। তা দেখে অবাক হয়েছে ৮ থেকে ৮০ সবাই। কী কাণ্ড চলছে তা দেখার জন্য কেউ বাড়ির জানালা থেকে উঁকি মারছেন, আবার কেউ মুঠোফোনে বন্দি করছেন এই দৃশ্য।

আসল বিষয়টা হল, এবার ভোট প্রচারে ইলেকশন কমিশনের দশটি সুসজ্জিত ট্যাবলো ভ্রমণ করল শহরতলী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত। তবে এই প্রচার অন্যরকম।

আরও পড়ুন- মাঝ রাস্তায় সেলফি, নাচ রচনার! হুগলিতে দিদি নম্বর ওয়ান ঝড়! প্রচারের ভিডিও ভাইরাল

রাজনৈতিক নেতাদের মতো ভোট দেওয়ার কথা নয়, উল্টে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে দেখা গেল ইলেকশন কমিশনারের নির্দেশে দশটি সুসজ্জিত ট্যাবলোকে।

শহরতলি থেকে গ্রামাঞ্চলের মানুষে আগামী ২০২৪-এ লোকসভা নির্বাচনে ঠিক কীভাবে ভোটদান করবেন এবং তাদের এক একটা ভোটের ঠিক কতটা গুরুত্ব রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ইলেকশন কমিশনের এই উদ্যোগ।

বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় থেকে দশটি সুসজ্জিত ট্যাবলো শহর পরিক্রমা করে পৌঁছায় মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের উৎসাহিত করে এই ট্যাবলো ভ্যান।

বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, এভাবে মানুষের দারুন সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা করছেন, এই কাজ খুবই সফল হবে।

আরও পড়ুন- কামনা পুকুরে ডুব দিলে পুণ্যলাভ! মতুয়া ভক্তরা ঠিক এই সময় দিলেন ডুব, অমৃতযোগ কখন?

রাজনৈতিক নেতা-নেত্রীরা ভোটের আগে নতুনত্ব প্রচারে ব্যস্ত। মানুষও সেই ধরনের প্রচার দেখতেই অভ্যস্ত। সুসজ্জিত ট্যাবলো দিয়ে সচেতনতার প্রচার দেখে কিছুটা আশ্বস্ত এবং আনন্দিত হয়েছেন সাধারণ মানুষ।

নীলাঞ্জন ব্যানার্জী