ফাঁকা রাস্তা 

টোটোর দাপাদাপি বন্ধ! করে দেখাল রাজ্যের ‘এই’ জায়গা, রাস্তায় এখন যানজট নেই

ডায়মন্ড হারবার: নিয়ন্ত্রণ করা হচ্ছে ডায়মন্ড হারবারের টোটো চলাচল। তার জেরে কার্যত যানজটমুক্ত ডায়মন্ড হারবার শহর দেখতে পাচ্ছেন স্থানীয়রা।

ডায়মন্ড হারবারের টোটোর দৌরাত্ম্য কমাতে দীর্ঘদিন ধরে দাবি করছিলেন স্থানীয়রা। আর এবার পরিস্থিতি বদলাতে শহরে গণহারে টোটো ঢোকা বন্ধ করেছে পুরসভা।

ডায়মন্ড হারবারের বুক চিরেই চলে গিয়েছে ১১৭ নং জাতীয় সড়ক। এই সড়কের দুপাশে রয়েছে ডায়মন্ড হারবার শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি।এখানে টোটো চলছিল প্রায় আড়াই হাজারেরও বেশি।

আরও পড়ুন- একটা ক্যাচ বদলে দিল জীবন! সূর্যকুমারের বড় ঘোষণা, জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত

আপাতত টোটো বন্ধ থাকায় ডায়মন্ড হারবার কার্যত যানজটমুক্ত। ফাঁকা হয়ে গিয়েছে শহর। এই নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ মেনে এবং এলাকার মানুষের সুবিধার কথা ভেবে শহরে টোটো ঢোকা বন্ধ করা হয়েছে।

টোটো বাইপাসের রাস্তা দিয়ে যাতায়াত করবে। সিদ্ধান্ত হয়েছে এমনই। তবে রিজ়ার্ভ করা টোটো শহরের উপর দিয়ে যাতায়াত করতে পারবে। কারণ, কোনও ক্ষেত্রে রোগীকে বহন করতে হতে পারে।

শহরে টোটো ঢোকা বন্ধ করলেও বিকল্প ব্যবস্থা হিসেবে টোটো চালকরা এখন নতুন বাইপাস রোড দিয়ে যাতায়াত করতে পারবে। জেটিঘাট থেকে টোটো এসে বাটা পাম্পের মোড় থেকে ভিতরে ঢুকে বাইপাস ধরে যাবে কপাটহাট, টোল ট্যাক্স মোড় পর্যন্ত।

আবার কপাট হাট থেকে টোটো যাতায়াত করবে টোল ট্যাক্স পর্যন্ত। তাতে শহরের মূলকেন্দ্রে যানজট এড়ানো যাবে বলে মত অনেকেরই।

নবাব মল্লিক