তারা ড্যাম পুরুলিয়া

Purulia News: বর্ষায় মনমুগ্ধকর দৃশ্যে এই জায়গা, দেখে চোখ জুড়িয়ে যাবে আপনারও! না গেলে মিস

পুরুলিয়া: রাজ্য পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অন্যতম। লাল মাটির এই জেলায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে , সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। অযোধ্যা পাহাড় থেকে গড় পঞ্চকোট, আবার সাহেব বাঁধ থেকে চড়িদা মুখোশ গ্রাম বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পর্যটকদের।তাইতো জেলার এই অপরূপ রূপের সৌন্দর্য চাক্ষুষ করতে পর্যটকদের ঢল নামে।

আরও পড়ুনঃ চোখের পলকে মাটির তলায় চলে গেল আস্ত কুয়ো! খনি অঞ্চলে ধসের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে

তবে জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম তারা ড্যাম। অনেকেই হয়তো না জানার কারণে দেখেননি এই পর্যটন কেন্দ্রটি। বর্ষায় মনমুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে এই ড্যামের। বছরের অন্যান্য সময়তে এই ড্যামে পিকনিক করতে, বেড়াতে আসেন বহু পর্যটক কিন্তু বর্ষার এই সময় এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোরম হয়ে ওঠে যে কেউ একবার এলে তার মন ভরবে না। পুরুলিয়া জেলার এক নম্বর ব্লকেরচাকলতোড় গ্রামের কাছেই রয়েছে এই জলাধারটি।

এ বিষয়ে তারা ড্যামে বেড়াতে আসা এক পর্যটক বলেন, তিনি এর আগে অনেকবার তারা ড্যামে বেড়াতে এলেও বর্ষার সময় তিনি এই প্রথম তারা ড্যাম ঘুরে দেখেছেন। ড্যামের এই মন মাতান সৌন্দর্য তিনি এর আগে দেখেননি। তার ভীষণই ভাল লেগেছে এই ড্যামে বেড়াতে যেতে পেরে। এরপর থেকে বর্ষা মানেই তিনি প্রতিবছর তারা ড্যাম প্ল্যান করবেনই।

পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মতই পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু এই তারা ড্যাম। এইড্যাম জেলার মানুষদের পছন্দের অন্যতম একটি জায়গা। পর্যটকেরা বেড়াতে এলে অতি অবশ্যই একবার হলেও ঘুরে দেখেন এই তারা ড্যাম। ‌ তবে বর্ষার এই সময়এই ড্যাম এতই সুন্দর হয়ে ওঠে যে এর টানে বারে বারে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী মানুষজন।

শর্মিষ্ঠা ব্যানার্জি