নতুন রূপে পুরানো ডাক সাজ।

West Bardhaman News : অভিজ্ঞতায় পুরানো নতুন মিলিয়ে দিয়েছেন শিল্পী! ঐতিহ্যের ডাক সাজে এনেছেন আধুনিকতা

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পুরানো এবং ঐতিহ্যশালী দুর্গা প্রতিমার কথা শুনলেই, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ডাকের সাজের প্রতিমা। কিন্তু বর্তমানে দেবীর সাজসজ্জায় এসেছে আধুনিকতা। ডাকের সাজের বদলে অন্য আধুনিক সাজ ব্যবহার করছেন অনেকেই। কিন্তু এক শিল্পী সেই ডাকের সাজে এনে দিয়েছেন আধুনিকতা। ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে দিয়েছেন নতুনত্বকে। নতুন রূপে প্রস্তুত করেছেন ডাকের সাজ।শিল্পী দেবনাথ মালাকার৫০ বছরের বেশি সময় ধরেদেবী মূর্তির সাজসজ্জা তৈরি করছেন। কাজ শিখেছেন বাবার কাছে। আগে ডাকেj সাজ তৈরি করতেন তিনি। কিন্তু ধীরে ধীরে ডাকের সাজের বদলে আধুনিক সাজের চাহিদা বাড়তে থাকে।

তারপরেই শুরু হয় শিল্পীর নতুন প্রচেষ্টা। ডাকের সাজকেই নতুন ভাবে তুলে ধরার চেষ্টা শুরু হয়। তারই ফল ঐতিহ্য এবং আধুনিকতার মিলনে তৈরি এই ডাকের সাজ। যেখানে ঐতিহ্য বজায় আছে। আবার নানান রকমের চুমকি, জরির কাজ ব্যবহারে সেগুলি আধুনিক হয়েছে। দুর্গাপুজোর আগে থেকে শিল্পীর বাড়িতে চরম ব্যস্ততা শুরু হয়। ব্যস্ততা চলতে থাকে কালীপুজো পর্যন্ত। দুর্গামূর্তি কালীমূর্তির জন্য এই আধুনিক ডাকের সাজ তিনি তৈরি করেন। পাশাপাশি অন্যান্য দেবদেবীর মূর্তি সাজও তৈরি করেন তিনি। কিন্তু দুর্গাপুজো এবং কালীপুজোর আগেই চাহিদা সব থেকে বেশি থাকে। দেবনাথ বাবু এই কাজ বাড়িতে বসেই করেন। সঙ্গে তাকে সহযোগিতা করেন পরিবারের ছোট বড় সদস্য সকলেই।

আরও পড়ুন : কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবার ডিজিটাল লাইব্রেরি! সহজ ভাবে বই সংরক্ষণ

অন্যদিকে আক্ষেপও কিছুটা রয়ে গিয়েছে শিল্পীর। তিনি বলছেন, এই প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে তিনি ডাকের সাজে নতুনত্ব আনার প্রয়াস শুরু করেন। যা সফল হয়েছে। বিগত ৮-১০ বছর ধরে নতুন রূপে ডাকের সাজ প্রস্তুত করছেন তিনি। চাহিদাও বাড়ছে ধীরে ধীরে। কিন্তু তার পুঁজি কম। সেইভাবে কোনও সরকারি অর্থ সহযোগিতা পাননি তিনি। তাই এই কাজকে আরও বড় জায়গায় নিয়ে যেতে চাইলেও, আর্থিক সমস্যার কারণে তা হয়ে ওঠে না।

আরও পড়ুন : নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল সব রয়েছে, শুধু রাস্তার এই হাল! কোথায় দেখুন

কিন্তু আধুনিক এই ডাকের সাজের চাহিদা কেমন? কেমন দাম পান শিল্পী? একটি সাজ সম্পূর্ণ ভাবে তৈরি করতে কতটা সময় লাগে? শিল্পী জানিয়েছেন, মোটামুটি ছয় থেকে সাত দিন লাগে একটি সাজ সম্পূর্ণ করতে। আধুনিক যে ডাকের সাজ তিনি প্রস্তুত করেছেন, বড় মাপের মূর্তির জন্য সেগুলির দাম পড়ে২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। যদিও এর থেকে কম দামেও এই আধুনিক ডাকের সাজ পাওয়া যায় তার কাছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3

দুর্গাপুর ছাড়াও বর্ধমান এবং বহু প্রাচীন পারিবারিক পুজোর প্রতিমার সাজ তৈরি হয় এই শিল্পীর হাতে।

নয়ন ঘোষ