প্রতিকী ছবি

Cooch Behar News: মুহূর্তের অসাবধানতায় সব শেষ! মর্মান্তির দুর্ঘটনার সাক্ষী থাকন কোচবিহারের দিনহাটা

দিনহাটা: একের পর এক সড়ক দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দিনহাটা মহকুমাকে। আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল দিনহাটা মহকুমা। দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মাসানকুড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। দুর্ঘটনাগ্রস্ত বাইক চালক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া বাইকে ছিলেন আরেকজন বাইক আরোহী। সেই যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও দমকল বাহিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে বেরোনোর সময় দিনহাটা গামী একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। এর ফলেই বাইক থেকে ছিটকে পড়েন বাইকে থাকা যুবক-যুবতী। ঘটনায় বাইক চালকের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় বাইকে থাকা আরেক যুবতীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: প্যারসে ঐতিহাসিক সাফল্য, মনু ভাকেরকে শুভেচ্ছা জানালেন আইওসি মেম্বার নীতা আম্বানি

পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে,বাইকে থাকা দু’জনের বাড়ি দিনহাটা ২ নম্বর ব্লকের আবুতারা এলাকায়। মৃত বাইক চালকের দেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হবে। জেলা জুড়ে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে ক্রমাগত করা হচ্ছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার। তবুও এই ধরনের সড়ক দুর্ঘটনা যেন প্রমাণ করে দিচ্ছে যান চালকদের নিয়ন্ত্রণহীন মনোভাবকে।

Sarthak Pandit