মিলন মেলা 

Jalpaiguri News: রাত বাড়লেই ভিড় বাড়ে এই মন্দিরে! দূর দূরান্তের মানুষের সমাগম, কোথায় জানেন

জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশের সীমান্তের এই মন্দিরে বসেছে এক কথায় মিলন মেলা! রাত যত বাড়ে ভিড়ও হয় প্রচুর। সর্বস্তরের মানুষ মিলেমিশে একাকার। এটি আবার একটি সতী পীঠও বটে! জানেন কোথায়? জলপাইগুড়ির অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ি এলাকায় রয়েছে ৫১ সতী পিঠের একটি পীঠস্থান ত্রিস্রোতা মহাপীঠ। কিন্তু এক সময়ে স্থানীয়-সহ জলপাইগুড়ির মানুষের একাংশ ভারতের মানচিত্রে এই জায়গা অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে গণআন্দোলন করায় এলাকাটি ভারতের পরিচিতি লাভ করে। এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে।

সেই মন্দির স্থাপনের প্রথম থেকেই সর্ব স্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলার শুরু করে। কোনও ভেদাভেদ নেই। মেলাটি বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিস্রোতা মহাপীঠে সকল মানুষের মিলন মেলা হিসাবেই স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করেছে । সেই মেলাই এখন চলছে রমরমিয়ে। সাত দিন এটি চলবে।

আরও পড়ুন: এখনও পাকেনি ধান! তবু রাত নামলেই দল বেঁধে হামলা চালাচ্ছে ‘ওরা’! চারদিকে আতঙ্ক

আরও পড়ুন: চাকরির বিরাট সুযোগ! RPF সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন

আয়োজকদের দাবি, চৈত্র মাসের অষ্টমীর তিথিতে প্রতি বছর বাসন্তী পুজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুরার ত্রিস্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনে কারণে সেই মেলা পিছিয়ে যায়। সাত দিনের জন্য মেলা শুরু হয়েছে। ত্রিস্রোতা মহাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক হরিশচন্দ্র রায় জানান, সর্বস্তরের মানুষ মিলেমিশে মেলার আয়োজন করা হয়। মেলায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মেলায় এসে ত্রিস্রোতা পূজা অর্চনা করছেন। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্তই চোখে পড়ে মেলায় উপচে পড়া ভিড়। মন্দির দর্শন করতে এবং মেলা ঘুরতে বিভিন্ন জায়গায় পুণ্যার্থীরাও আসেন এখানে।

সুরজিৎ দে