হাসপাতালের ছবি

Jalpaiguri News: বয়স অল্প, কিন্তু রোজগারের তাগিদে কাজ করত চা বাগানে, আজ আর যাওয়া হল না

জলপাইগুড়ি: মর্মান্তিক ঘটনা ডুয়ার্সে। সকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাবার সময় বিদ্যুতের ঝুলন্ত তারে শক লেগে মৃত্যু হল দুই কিশোরীর। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা বস্তি এলাকায়।

মৃতদের বাড়ি নেওড়া চা বাগান সংলগ্ন এলাকায়।দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে এদিন পিকআপ ভ্যানে করে নেওড়া বস্তি থেকে অন্য চা বাগানে কাজে যাচ্ছিলশ্রমিক দের একটি দল, সেখানেই ঘটে এই দুর্ঘটনা৷

আরও পড়ুন – Do’s and Don’ts on Surya Grahan: শুধু সূর্যগ্রহণের সময়েই এই কাজ করবেন না নয়, সূতক কাল থেকেই এই কাজ করবেন না, নাহলে সংসারে ঘোর অনিষ্ট

মূলত অস্থায়ী শ্রমিক হিসেবে এই ভাবেই ডুয়ার্সের বিভিন্ন এলাকা বন বস্তি থেকে ছোটছোটো ছেলে মেয়েদের প্রতিদিন বিভিন্ন্ বড় চা বাগানে চা পাতা তোলার কাজে নিয়ে যায় একশ্রেণির দালাল। এদিন‌ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় দুই কিশোরীর।

Surajit Dey