ফাইল ছবি

Uttar Pradesh: জেলা-জেলা থেকে আসছে মৃত্যুর খবর, উত্তরপ্রদেশে মৃত্যুমিছিল, একদিনে মৃত ৩৮! ঘটল ভয়ঙ্কর ঘটনা

লখনউ: ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে। একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। সবচেয়ে খারাপ অবস্থা প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে খবর।

উত্তর ভারতে বিগত বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চলছে বজ্রপাতও। এর এতেই ঘটেছে একের পর এক মর্মান্তিক ঘটনা। বাজ পড়ে শুধু প্রতাপগড়েই মৃত্যু হয়েছে ১১ জনের। পিছিয়ে নেই সুলতানপুরও। সেখানেও অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ ও প্রয়াগরাজে চার জনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন।

আরও পড়ুন: কলকাতা তো সবচেয়ে বড়, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি জানেন? নাম শুনলে চমকে উঠবেন ১০০% নিশ্চিত

প্রসঙ্গত, ২০২০ সালে বিহার ও উত্তর প্রদেশে বর্ষার বজ্র–বিদ্যুতে একদিনে মারা গিয়েছিলেন ১০০ জনের বেশি মানুষ। যার মধ্যে অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায়, বিশেষ করে যে সব জেলায় মৃত্যুর সংখ্যা বেশি। রাজ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে।