সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷

Vaishakhi Amavasya Dos & Donts: আসছে বৈশাখী অমাবস্যা, পুণ্য অর্জনে পিঁপড়েদের খেতে দিন এই খাবার, কালসর্পদোষ কাটাতে করুন এই বিশেষ কাজ

সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷
সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷
জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷

 

আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷
আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷

 

বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷
বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷

 

অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷
অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷