Valentines Travel Destination: প্রেম জমে যাবে, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটানোর জন্য ‘বেস্ট’ এই জায়গা! কেউ বিরক্ত করবে না

দার্জিলিংয়ের বেশিরভাগ অফবিট জায়গাই এখন আর সেভাবে অফবিট নেই। ভিড়ভাট্টা লেগেই আছে। তবে পাহাড়ি এই গ্রাম ঝেপিতে ভিড় সেই তুলনায় অনেকটাই কম। আর প্রাকৃতিক সৌন্দর্যের তারিফ তো যতই করা হবে, কম পড়বে।
দার্জিলিংয়ের বেশিরভাগ অফবিট জায়গাই এখন আর সেভাবে অফবিট নেই। ভিড়ভাট্টা লেগেই আছে। তবে পাহাড়ি এই গ্রাম ঝেপিতে ভিড় সেই তুলনায় অনেকটাই কম। আর প্রাকৃতিক সৌন্দর্যের তারিফ তো যতই করা হবে, কম পড়বে।
একদিকে দার্জিলিং জেলা অন্যদিকে সিকিমের জোড়থ্যাং এই দুয়ের সংযোগস্থল হল ঝেপি। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে ১১৫ কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই ঝেপি গ্রাম।
একদিকে দার্জিলিং জেলা অন্যদিকে সিকিমের জোড়থ্যাং এই দুয়ের সংযোগস্থল হল ঝেপি। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে ১১৫ কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই ঝেপি গ্রাম।
এখানে এলে একদিকে যেমন মিলবে চারপাশে থাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ, তেমনি মিলবে শহরের কোলাহল ও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি থেকে কিছুটা বিরাম। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি ছোটো ছোটো হোমস্টে।
এখানে এলে একদিকে যেমন মিলবে চারপাশে থাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ, তেমনি মিলবে শহরের কোলাহল ও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি থেকে কিছুটা বিরাম। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি ছোটো ছোটো হোমস্টে।
হোমস্টে গুলিতে শহরের বিলাসবহুল বাড়ির অত্যাধুনিক পরিষেবা না পাওয়া গেলেও সেখানে মিলবে পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবনযাত্রাকে কাছ থেকে উপলব্ধি করার সুযোগ।
হোমস্টে গুলিতে শহরের বিলাসবহুল বাড়ির অত্যাধুনিক পরিষেবা না পাওয়া গেলেও সেখানে মিলবে পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবনযাত্রাকে কাছ থেকে উপলব্ধি করার সুযোগ।
একদিকে রয়েছে পাহাড়ের ঢালে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হওয়া শাকসবজির দিয়ে রান্না করা সুস্বাদু খাওয়ারের স্বাদ উপভোগ করার সুযোগ।অন্যদিকে ফার্মের একপাশ দিয়ে বয়ে গেছে একটি ঝর্না। ফার্ম হাউসের ঘরের বারান্দায় বসলে ঝর্ণার শব্দ ও পাহাড়ের পোকামাকড়ের শব্দে মন জুড়িয়ে যাবে।
একদিকে রয়েছে পাহাড়ের ঢালে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হওয়া শাকসবজির দিয়ে রান্না করা সুস্বাদু খাওয়ারের স্বাদ উপভোগ করার সুযোগ।অন্যদিকে ফার্মের একপাশ দিয়ে বয়ে গেছে একটি ঝর্না। ফার্ম হাউসের ঘরের বারান্দায় বসলে ঝর্ণার শব্দ ও পাহাড়ের পোকামাকড়ের শব্দে মন জুড়িয়ে যাবে।
শিলিগুড়ি থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ঝেপি গ্রামে । জনপ্রতি শেয়ার গাড়ি করে দার্জিলিং তারপর ঝেপি । এছাড়াও রিজার্ভ গাড়ি করে সরাসরি ঝেপি পৌঁছে যাওয়া যায়।
শিলিগুড়ি থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ঝেপি গ্রামে । জনপ্রতি শেয়ার গাড়ি করে দার্জিলিং তারপর ঝেপি । এছাড়াও রিজার্ভ গাড়ি করে সরাসরি ঝেপি পৌঁছে যাওয়া যায়।