প্রতিকী ছবি

Vastu Tips: জামা কাপড় পুরনো হয়ে গেলেই ন্যাতা করে দিচ্ছেন, নিজের সর্বনাশ নিজেই করছেন, সংসারের ক্ষতি আটকায় কে…

বাড়ির বাজে প্রভাব কাটিয়ে তুলতে বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ফলে অনেকেই বাড়ি ঘর ঝাড়পোঁছ করে থাকেন প্রায়শই। ব্যবহার করেন ঝাড়ু, তোয়ালে এবং পুরোনো জামাকাপড়।
বাড়ির বাজে প্রভাব কাটিয়ে তুলতে বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ফলে অনেকেই বাড়ি ঘর ঝাড়পোঁছ করে থাকেন প্রায়শই। ব্যবহার করেন ঝাড়ু, তোয়ালে এবং পুরোনো জামাকাপড়।
বাচ্চার ছোট হয়ে যাওয়া জামাকাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামাকাপড় দিয়ে ঘর ঝাড়পোঁছ করার রীতি বহু পুরোনো। এই রীতি দীর্ঘ সময় ধরে প্রচলিত রয়েছে দেশের বেশিরভাগ মধ্যবিত্ত সংসারের মধ্যেই।
বাচ্চার ছোট হয়ে যাওয়া জামাকাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামাকাপড় দিয়ে ঘর ঝাড়পোঁছ করার রীতি বহু পুরোনো। এই রীতি দীর্ঘ সময় ধরে প্রচলিত রয়েছে দেশের বেশিরভাগ মধ্যবিত্ত সংসারের মধ্যেই।
অভিজ্ঞ জ্যোতিষ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, ঘর ঝাড়পোঁছ করতে অনেকেই পুরনো বাতিল জামাকাপড় বেছে নেন। তবে বাড়ির বাস্তু মতে এই পুরোনো জামাকাপড় ব্যবহারের অভ্যেস অনেকটা ক্ষতিকর।
অভিজ্ঞ জ্যোতিষ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, ঘর ঝাড়পোঁছ করতে অনেকেই পুরনো বাতিল জামাকাপড় বেছে নেন। তবে বাড়ির বাস্তু মতে এই পুরোনো জামাকাপড় ব্যবহারের অভ্যেস অনেকটা ক্ষতিকর।
পুরোনো জামাকাপড় ব্যবহার সংসারের ওপর বাজে ওপর প্রভাব পড়ে। ছোট খরচ বাঁচাতে গিয়ে সংসারে বড় বিপদ আসে এই অভ্যাসে। জেনে নিন কোন কোন পুরনো কাপড় ভুলেও ব্যবহার করা উচিত নয়।
পুরোনো জামাকাপড় ব্যবহার সংসারের ওপর বাজে ওপর প্রভাব পড়ে। ছোট খরচ বাঁচাতে গিয়ে সংসারে বড় বিপদ আসে এই অভ্যাসে। জেনে নিন কোন কোন পুরনো কাপড় ভুলেও ব্যবহার করা উচিত নয়।
বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাঁদের জামাকাপড় খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তখন সেই সকল জামা ঝাড়পোঁছ করার কাজে ব্যবহার হয়। কিন্তু তাতে সেই ছোট বাচ্চার স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ে থাকে।
বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাঁদের জামাকাপড় খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তখন সেই সকল জামা ঝাড়পোঁছ করার কাজে ব্যবহার হয়। কিন্তু তাতে সেই ছোট বাচ্চার স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ে থাকে।
অন্তর্বাস পুরোনো হয়ে গেলে অনেক সময় ঘর মোছামুছির কাজে লাগানো হয়। কিন্তু বাস্তু অনুযায়ী এভাবে পুরনো অন্তর্বাস পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা থেকে বাজে প্রভাব ছড়িয়ে পড়ে।
অন্তর্বাস পুরোনো হয়ে গেলে অনেক সময় ঘর মোছামুছির কাজে লাগানো হয়। কিন্তু বাস্তু অনুযায়ী এভাবে পুরনো অন্তর্বাস পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা থেকে বাজে প্রভাব ছড়িয়ে পড়ে।
অনেক সময় বাড়ির প্রবীণ সদস্যদের কিংবা বাড়ির ব্যক্তির পুরোনো পোশাকও এই কাজে ব্যবহার করা হয়। তবে বাস্তু অনুযায়ী এই অভ্যাসের ফলে গোটা বাড়িতেই বাজে প্রভাব ছড়িয়ে পড়ে থাকে।
অনেক সময় বাড়ির প্রবীণ সদস্যদের কিংবা বাড়ির ব্যক্তির পুরোনো পোশাকও এই কাজে ব্যবহার করা হয়। তবে বাস্তু অনুযায়ী এই অভ্যাসের ফলে গোটা বাড়িতেই বাজে প্রভাব ছড়িয়ে পড়ে থাকে।