পচন ধরেছে সবজির ফুলে

Vegetable Farmers: প্রবল বৃষ্টির পর রোদের দেখা মিলতেই মাথায় হাত কৃষকদের

উত্তর ২৪ পরগনা: অতিরিক্ত বর্ষণের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চাষের জমিতে জল দাঁড়িয়ে যায়। কিন্তু সোমবার সকাল থেকে চড়া রোদ উঠেছে বেশিরভাগ জায়গায়। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। প্রবল বৃষ্টির পর ঝলমলে রোদ উঠতেই গাছের গোড়ায় পচন ধরতে শুরু করেছে। ফলে সমস্যায় পড়েছেন কৃষকরা।

দক্ষিণবঙ্গে কদিনের টানা ভারী বর্ষণে সবজি গাছের গোড়ায় জল জমে ছিল। তারপর সূর্যের আলো উঠতেই গাছের গোড়ায় পচন শুরু হয়েছে। ফলে ফির কাঁচা আনাজের দাম বাড়তে শুরু করেছে। এদিকে সবজিতে পচন ধরায় মাথায় হাত কৃষকদেরও।

আর‌ও পড়ুন: ডুবন্ত সেতুতে ঝুঁকি নিয়ে নিজস্বী! ব্লগারদের উৎসাহ সামলাতে মোতায়েন হল পুলিশ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল। ফলনও হয়েছিল চোখে পড়ার মত। কিন্তু বাদ সাধল লাগাতার বৃষ্টি। ফলে ফসলের গোড়ায় জল দাঁড়িয়ে যায়। আর তারই ফলশ্রুতিতে পচন শুরু হয়েছে ঝিঙে, কাঁকরোল, উচ্ছে, পটল, পেঁপে, কাঁচ কলা সহ একাধিক ফসলে। এবারে ফলন ভাল হওয়ায় কৃষকরা ভাল পরিমাণ লাভের আশা করেছিলেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে লাভ তো দুরস্ত, বিপুল ক্ষতি হতে পারে বলে আশঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে ফের একবার কাঁচা সবজির দাম বাড়লে সমস্যায় পড়বেন মধ্যবিত্ত ক্রেতারা। ফলে সংসার চালানো নিয়ে আবার টানাটানি পড়ে যাবে সাধারণ বাঙালি পরিবারগুলোতে।

জুলফিকার মোল্যা