বৃষ্টির জেরে ফাঁকা বাজার

Bangla Video: টানা বৃষ্টির জেরে সবজি পৌঁছাচ্ছে না বাজারে, প্রভাব পড়ছে দামে

দক্ষিণ ২৪ পরগনা: টানা বৃষ্টির জেরে সবজি নিয়ে বাজারে যেতে অসুবিধা হচ্ছে চাষিদের। আর যার প্রভাব পড়তে চলেছে দামে। বৃষ্টির জেরে কার্যত ফাঁকা বাজার। অধিকাংশ সবজি বাগানগুলিতে জল জমার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গাছ মৃতপ্রায় হয়ে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে অসুবিধার মধ্যে পড়বেন কৃষকরা। এবছর বর্ষার প্রথমে বৃষ্টি না হওয়ায় অনেকেই সবজি বাগান করেছিলেন। কিন্তু ভারী বৃষ্টিতে সেই সবজি চাষীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকারি সাহায্য না পেলে তারা এবার পথে বসবেন বলে জানিয়েছেন এক সবজি চাষি ফটিক ময়রা।

আরও পড়ুন: ফের মানবিক মুখ, আটকে থাকা পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিল পুলিশ

বৃষ্টি বাড়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা। নিচু ও মাঝারি খেত জলে ডুবেছে। বেশ কিছু উঁচু খেতেও জল দাঁড়িয়ে যাওয়ায় গাছের পচন দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পটল, লঙ্কা, ঢ্যাঁড়শ, ঝিঙে, শসা, টম্যাটো, বেগুন চাষিরা।

বাজারে যেটুকু সবজি আসছে তা নিয়ে ঠায় বসে থাকতে হচ্ছে ব্যবসায়ীদের। এ নিয়ে রতন প্রামাণিক নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে ক্রেতা আসছেনা সেই সঙ্গে অনেক চাষীও আসছেনা। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সকলের। বৃষ্টি এখন কবে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা।

নবাব মল্লিক