গোড়া উপরে পড়ল সবজি গাছের

North 24 Parganas News: টানা বৃষ্টির জের, সবজি গাছের গোড়ায় জল জমে পচন! অতি ফলন হলেও মাথায় হাত চাষিদের

উত্তর ২৪ পরগনা: ভারী বৃষ্টি শেষে ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এবার জল জমে সবজি গাছের গোড়ায় পচনের জেরে, সমস্যায় পড়লেন কৃষকরা। দিনের পর দিন ভারী বৃষ্টির জেরে সমস্যায় জেরবার উত্তর ২৪ পরগণার কৃষকরা। গত কয়েকদিন ধরে নিরন্তর বৃষ্টি  হয়েছে গোটা এলাকা জুড়ে। আর এই অতিরিক্ত বর্ষণের ফলে সবজি চাষে চরম ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের। টানা বর্ষণে গাছের গোড়ায় জল জমে ছিল তারপর আবহাওয়া পরিষ্কার হতেই গাছের গোড়ায় পচন শুরু হয়।

আরও পড়ুন: ভাসছে ঘাটাল, রাস্তার উপর কোমর সমান জল! দিকে দিকে হাহাকার, ঘর হারানোর যন্ত্রণা

উত্তর ২৪ পরগণার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল এবং ফলনও হয়েছিল চোখে পড়ার মত। কিন্তু বাদ সাধল লাগাতার বৃষ্টি। ফলে, ফসলের গোড়ায় জল, জমে পচন দেখা দেয় ঝিঙে, কাঁকরোল, উচ্ছে, পটল, পেঁপে, কাঁচা কলা সহ একাধিক ফসলে। কৃষকরা মাঠে ফসল ফলিয়ে ছিল লাভের আশায় কিন্তু তাদের আশায় কার্যত জল ঢেলে দিল গত কয়েকদিনের অতি বর্ষণ।

আরও পড়ুন: ভাদ্র সংক্রান্তিতে মনসাদেবীর আরাধনায় মেতে ওঠে হাওড়ার এই গ্রাম

বেশ কয়েকদিন ধরে সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বর্ষণের জেরে চাষিরা মাঠের তরতাজা ফসল ঘরে আনতে পারেনি, বেশিরভাগটাই মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। যা কিছু অবশিষ্ট ছিল সেই সবজি বিভিন্ন বাজারে তোলার পর রীতিমত হাতে ছ্যাঁকা লাগছে আমজনতার। নিত্য প্রয়োজনীয় সবজির দাম দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া। লাগাতার বৃষ্টি জেরে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়ে পচন দেখা দিয়েছে। এর ওপরে সূর্যের আলো উঠতেই ক্ষতির আশঙ্কা দ্বিগুণ হতে শুরু করে। সব মিলিয়ে মহা বিপদে সবজি চাষিরা।