সুফল বাংলা নিয়ে বড় সিদ্ধান্ত

Vegetable Price Hike: বাজারে শাক-সবজির প্রবল দাম, একদম সস্তায় সবজি পেতে বড় সিদ্ধান্ত নবান্নর! জানুন…

কলকাতা: বাজারে শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার জন্য রাজ্য সরকারের তরফে আরও অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমাণ স্টল চালু করা হচ্ছে। তাপপ্রবাহের কারণে কয়েকটি ফসলের উৎপাদন ব্যাহত হয়েছে। সেই কারণেই কয়েকটি ফসলের দাম ঊর্ধ্বমুখী বলেই দাবি নবান্নের।

সুফল বাংলা স্টল চালু করা হয়েছে। সুফল বাংলা স্টলে কত দামে সবজি পাওয়া যাচ্ছে, তারও বিস্তারিত তালিকা দিল নবান্ন। রাজ্যের ৪৬৮ টি সুফল বাংলার স্টল থেকে দশ থেকে কুড়ি শতাংশ কম দামে সবজি পাওয়া যাচ্ছে। জানাল নবান্ন।

বিগত বেশ কয়েকদিন যাবৎ তীব্র গরমে নাভিশ্বাস উঠছে সকলের। চাষ জমি থেকে শুরু করে বিভিন্ন জেলার নানান এলাকা গরমে নাজেহাল। এই পরিস্থিতিতে বাজারে সবজির যোগান কম এসেছে বেশ অনেকটাই।

আরও পড়ুন: রেললাইনে পড়ে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ! ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে, কী ঘটেছে আসলে?

তাই দাম বাড়তে শুরু করেছে বাজারের প্রায় সমস্ত সবজির। সবজির দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। এই গরম থাকলে আগামী কয়েকদিনের মধ্যে সবজির দাম বেশ আরও অনেকটা বৃদ্ধি পাবে। বর্তমানে তীব্র গরম ও দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাজার বেশ অনেকটাই ক্রেতা শূন্য হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।