Tag Archives: sufal bangla

Bangla News: এবার যখন ইচ্ছে…সস্তায় পাতে ইলিশ-চিংড়ি! পুজোর আগেই রাজ্য সরকারের নতুন উদ্যোগ

কলকাতাঃ অগ্নিমূল্য বাজারদর। মাছের দাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাছের ক্ষেত্রেও রাজ্য সরকার স্টল করলে মধ্যবিত্ত বাঙালি যে উপকৃত হবে এই নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব যেতেই এবার দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে ন্যায্য মূল্যের মাছের দোকান খুলতে চলেছে সরকার। নাম দেওয়া হবে ‘সুফল বাংলা মৎস্য’। এখানে ইলিশ, চিংড়ি, পাবদা, রুই এবং ফিস ফ্রাইয়ের জন্য মাছের ফিলে পর্যন্ত পাওয়া যাবে বলেই খবর। সুফল বাংলা মৎস্য আউটলেটগুলিতে এই মাছগুলি ন্যায্য মূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ রাত দখলের প্রতিবাদ মিছিলে এসে বারাসাতে নিগৃহীত মহিলা, তারপর যা হল

বাজারে গিয়ে চড়া দাম শুনে হতাশ হওয়ার দিন শেষ হতে চলেছে ক্রেতাদের। শুধু তাই নয়, মাছ বিক্রির আগে মাছের গুণমান যাচাইয়ের ব্যবস্থা থাকবে আউটলেটগুলিতে। রাজ্যের মৎস্যমন্ত্রী এই মর্মে জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোর আগেই এই আউটলেটগুলি চালু করা যাবে। উৎসবের মরশুমে রাজ্য সরকারের এই উদ্যোগ সকলের জন্য উপকারী হবে। দুর্গাপুজোর আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ৩৪টি আউটলেট দিয়ে শুরু করবে সুফল বাংলা মৎস্য প্রকল্প। ২০টি আউটলেট নতুন করে তৈরি করা হবে। কয়েকটি জায়গায় সুফল বাংলার স্থায়ী সবজি বিক্রয় কেন্দ্রে এই ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি গড়ে উঠবে। গুণমান ভাল ও ন্যায্যমূল্য সুফল বাংলা মৎস্য প্রকল্পের ইউএসপি। সময়ের সঙ্গে দোকানের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে।’

রাজ্যে মাছের উৎপাদন বেড়েছে বিপুল হারে। সুতরাং মাছ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরশীল হওয়া অনেকটাই কমছে। তাই এবার থেকে রাজ্যের মানুষকে ন্যায্য মূল্যে মাছ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।ইলিশ, চিংড়ি, পাবদা, রুই থেকে শুরু করে পাতুরি বা ফিস ফ্রাইয়ের জন্য মাছের ফিলে—এই আউটলেটগুলিতে সবই মিলবে ন্যায্য মূল্যে। ফলে বাজারে গিয়ে চড়া দাম শুনে পিছিয়ে আসা বা ঠকে যাওয়ার আশঙ্কা থাকবে না। কারণ, বিক্রির আগে মাছের গুণমান যাচাইয়ের জন্য রাজ্যের আউটলেট গুলিতে থাকবে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায‍্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই এই আউটলেটগুলি চালু হয়ে যাবে, যাতে আসন্ন উৎসবের মরশুমেই মানুষ রাজ্য সরকারের এই উদ্যোগের সুবিধা পেতে পারে। প্রসঙ্গত, এর আগে মাংসের জন্য হরিণঘাটা, ডেয়ারি পণ্যের জন্য বাংলার ডেয়ারি, সবজির জন্য সুফল বাংলা নামে রাজ্যজুড়ে বহু আউটলেট খুলেছে রাজ্য সরকার। এবার আসছে ন্যায্য মূল্যে মাছের দোকান, যার নাম মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিয়েছেন বলেই খবর।’ জানা গিয়েছে, শুরুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৪টি আউটলেট দিয়ে পথ চলা শুরু হবে সুফল বাংলা মৎস্য প্রকল্পের। ২০টি আউটলেট একেবারে নতুন করে তৈরি করা হবে। কিছু ক্ষেত্রে সুফল বাংলার স্থায়ী সবজি বিক্রয় কেন্দ্রের একাংশে গড়ে উঠবে এই ‘সুফল বাংলা মৎস্য’ নামের নয়া বিপণি।

Nadia News: একেবারে জলের দরে পাওয়া যাচ্ছে আলু! জেনে নিন কোথায়

নদিয়া: ব্লক প্রশাসনের উদ্যোগে বাজারদর নিয়ন্ত্রণে ২৮ টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে বিক্রি হচ্ছে আলু। বাজারদর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী ব্লক প্রশাসন। কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম হয়েছিল আকাশ ছোঁয়া। তখন নদিয়ার শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রনে পথে নেমেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে দক্ষিণের কিছু জেলায় তুমুল বৃষ্টি! বিপর্যয়ের সম্ভাবনা উত্তরবঙ্গেও

এবার আলুর দাম বেশি থাকায় বাজারদর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে খোলা হল সুফল বাংলা স্টল। যেখান থেকে ক্রেতারা মাত্র ২৮ টাকা প্রতি কেজি আলু কিনতে পারবেন। আর তাতেই রীতি মতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হয়েছেন এলাকার মানুষ। তাঁরা জানাচ্ছেন বাজারে আলু ৩৫ থেকে ৩৬ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে এই সুফল বাংলা স্টলে ২৮ টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাচ্ছে। সুতরাং এই আলুই এখন মধ্যবিত্তের হেঁশেলে উঠবে।

আরও পড়ুন: ইরানে ‘ইজরায়েলি হানায়’ হত হামাস প্রধান ইসমাইল হানিয়ে

তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করেছেন ক্রেতারা। এই বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি আড়াই কেজি করে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। এতে অনেকটাই বাজারদর নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি।

Vegetable Price Hike: বাজারে শাক-সবজির প্রবল দাম, একদম সস্তায় সবজি পেতে বড় সিদ্ধান্ত নবান্নর! জানুন…

কলকাতা: বাজারে শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার জন্য রাজ্য সরকারের তরফে আরও অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমাণ স্টল চালু করা হচ্ছে। তাপপ্রবাহের কারণে কয়েকটি ফসলের উৎপাদন ব্যাহত হয়েছে। সেই কারণেই কয়েকটি ফসলের দাম ঊর্ধ্বমুখী বলেই দাবি নবান্নের।

সুফল বাংলা স্টল চালু করা হয়েছে। সুফল বাংলা স্টলে কত দামে সবজি পাওয়া যাচ্ছে, তারও বিস্তারিত তালিকা দিল নবান্ন। রাজ্যের ৪৬৮ টি সুফল বাংলার স্টল থেকে দশ থেকে কুড়ি শতাংশ কম দামে সবজি পাওয়া যাচ্ছে। জানাল নবান্ন।

বিগত বেশ কয়েকদিন যাবৎ তীব্র গরমে নাভিশ্বাস উঠছে সকলের। চাষ জমি থেকে শুরু করে বিভিন্ন জেলার নানান এলাকা গরমে নাজেহাল। এই পরিস্থিতিতে বাজারে সবজির যোগান কম এসেছে বেশ অনেকটাই।

আরও পড়ুন: রেললাইনে পড়ে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ! ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে, কী ঘটেছে আসলে?

তাই দাম বাড়তে শুরু করেছে বাজারের প্রায় সমস্ত সবজির। সবজির দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। এই গরম থাকলে আগামী কয়েকদিনের মধ্যে সবজির দাম বেশ আরও অনেকটা বৃদ্ধি পাবে। বর্তমানে তীব্র গরম ও দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাজার বেশ অনেকটাই ক্রেতা শূন্য হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।