এস.বি গড়াই রোডের বেহাল দশা

West Bardhaman News : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করা যেন নরক যন্ত্রণার সমান! বিরক্ত স্থানীয়রা

আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এসবি গড়াই রোড। এই রাস্তার উপর সকাল থেকে রাত পর্যন্ত থাকে আনাগোনা। এই রাস্তার উপরেই অবস্থিত আসানসোল জেলা হাসপাতাল। তাছাড়াও এই রাস্তার ওপর রয়েছে একাধিক স্কুল-কলেজ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু এমন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করা এখন যেন স্থানীয়দের কাছে নরক যন্ত্রণার সমান হয়ে উঠেছে।

কিন্তু কেন এমন হাল হয়েছে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির? অভিযোগ, বিদ্যুৎ দফতরের বিভিন্ন কাজের কারণে রাস্তাটি কাটা হয়েছে। যার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়রা অনেকে বলছেন, বিদ্যুৎ দফতর কাজ করলেও রাস্তাটির এখনও পর্যন্ত মেরামত করা হয়নি। অন্যদিকে বর্ষা এসে গিয়েছে। যার ফলে খানাখন্দে ভর্তি রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়েছে। গোটা রাস্তাটি জল কাদায় ভর্তি হয়েছে। যার ফলে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সকলে।

আরও পড়ুন : এ যেন ম্যাজিক! ৬০ ফুটের রাস্তা মাপলেই ১৫ ফুট! দুর্গাপুরে অবাক কাণ্ড, কী ঘটছে দেখুন ভিডিও

এই বিষয়ে আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে। যেখানে যেখানে কাজ হবে, তার জন্য বরাদ্দ অর্থের পরিমাণও জানানো হয়েছে। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে পুরসভাকে যে টাকা দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গায় মেরামতির কাজ করে দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের জন্য বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে।

আরও পড়ুন : একটা চালের গোডাউন রীতিমত গ্রাম খালি করার পরিস্থিতি সৃষ্টি করেছে! বিরক্ত স্থানীয়রা

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন এসবি গরাই রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সবথেকে উল্লেখযোগ্যভাবে এই রাস্তার ওপর রয়েছে জেলা হাসপাতাল রাস্তার বেহাল দসার কারণে এম্বুলেন্সের হাসপাতাল পৌঁছতে বেশি সময় লাগছে তাছাড়াও অনেক সময় বৃদ্ধ-বৃদ্ধারা রাস্তায় চলাচল করতে গিয়ে বিপদে পড়ছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ছোট ছোট পড়ুয়াদের নিয়ে আশঙ্কা থাকছে। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটির মেরামত করে দেওয়া হোক।

নয়ন ঘোষ