Lok Sabha Election 2024: পাখির চোখ কি উত্তরবঙ্গ? সুকান্তর গড়ে চার চারটি সভা মমতার! রাজনৈতিক মহলে তরজা

দক্ষিণ দিনাজপুর: সাম্প্রতিক কালে একটি লোকসভায় ৪ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন। যেটা একেবারেই বিরল। অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্রকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এনে বিজেপির তরফ থেকে প্রচার চলছে এই কেন্দ্রে।

তাই বলাই বাহুল্য ভোটের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কেউ বাদ যাচ্ছেন না প্রচারে। বরং উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মালদায় ঘাঁটি গেঁড়ে উত্তরের জেলাগুলোতে প্রচার চালাচ্ছেন মমতা। দ্বিতীয় দফার ভোটে দার্জিলিং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের তিনটি আসনকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন –  এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

অন্য দিকে, বিজেপিও প্রচারের কোন খামতি রাখছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পর মিঠুন চক্রবর্তী জেলা বিভিন্ন অংশে জনসভা করেছেন। সঙ্গে প্রচারে ঝড় তুলেছেন সুকান্ত। হুডখোলা গাড়িতে তীব্র গরম ও রোদকে উপেক্ষা করে গ্রামের পর গ্রাম প্রচার করে বেড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী জেলায় এসে তপন, হরিরামপুর, কুমারগঞ্জে ও বালুরঘাটে সভা করেন।

সাম্প্রতিকঅতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লোকসভা কেন্দ্রের জন্য চারটি জনসভা করেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন এরকম ঘটনা খুবই কম। বালুরঘাট লোকসভা আসনে ভোট ঘোষণা হতেই সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দুই দফায় প্রচার করে গেছেন। জেলায় ইটাহারে বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বালুরঘাট লোকসভা আসন যেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি লড়ছেন সেই আসনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস।

সুস্মিতা গোস্বামী