মরে পড়ে আছে মাছ

North 24 Parganas News: দূষিত বিদ্যাধরীর জল মিশছে ভেড়িতে! মাছের রোগে জেরবার মৎস্যজীবীরা

বসিরহাট: বিদ্যাধরীর জলে মিশছে নোংরা, মাছ চাষ করতে সমস্যায় মৎস্যজীবীরা। প্রতিনিয়ত ইছামতি নদী যেন তার নিজস্বতাকে হারিয়ে ময়লা আবর্জনার গ্রাসে ক্ষতবিক্ষত হচ্ছে। এর ফলে স্বচ্ছতা হারিয়ে বিদ্যাধরী নদী এখন কার্যত দূষিত নদীতে রূপান্তরিত হয়েছে। বিশেষভাবে কোলকাতা ও বানতলা লেদার কমপ্লেক্স থেকে থেকে আসা নোংরা জলে বিদ্যাধরীর জলে মেশার ফলে নদী তার স্বচ্ছতা হারিয়েছে। এই দূষণের ফলে জেরবার হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের মাছ চাষি থেকে মৎস্যজীবীরা। দূষিত জলে না হচ্ছে মাছ চাষ, না করা যাচ্ছে সবজি চাষ। যা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার মৎস্যজীবী থেকে কৃষকদের মধ্যেও।

আরও পড়ুন: বিদেশের ১৪০ প্রজাতির আম ফলাচ্ছেন এই ব্যক্তি, দেখুন

দেশের অন্যতম দূষিত নদী হিসেবে চিহ্নিত বিদ্যাধরীর দূষণ। সম্প্রতি দূষণের মাত্রা এতই বেড়েছে যে নদীর সেই নোংরা জল কালো রূপ নিয়েছে। দূষণের পাশাপাশি নদীর জলে বিষক্রিয়া বাড়ায় মাছ চাষ ব্যাহত হচ্ছে। নদীর জল মাছ চাষের পুকুরে ঢুকে মাছের গায়ে একাধিক ক্ষত রোগ দেখা দিচ্ছে, মাছের বৃদ্ধির পাশাপাশি বংশবৃদ্ধির হার কমছে। স্বাভাবিকভাবেই এর ফলেই চরম ক্ষতির মুখে পড়ছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকার হাড়োয়া ও মিনাখাঁর মাছ চাষীরা। মৎস্য চাষীদের ঘেরিতে চাষ করা মছে দেখা দিচ্ছে নানা রকম রোগ। নদীর জোয়ারের জল ঘেরিতে প্রবেশ করালেই মাছের ক্ষতির সম্ভাবনা বাড়ছে। এর ফলে মাছ চাষে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: সেলাই প্রশিক্ষণেই কর্মসংস্থানের দিশা দেখছেন সুন্দরবনের মেয়েরা

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে মালঞ্চ শ্মশান পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলাকাতেই নদী সবচেয়ে দূষিত। এলাকাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং মিনাখাঁ ব্লকের অন্তর্গত হলেও দূষণের উৎস কলকাতার বেশ কিছু অংশ। কলকাতার নোংরা বর্জ্যে দিনের পর দিন দূষণে পরিপূর্ণ হচ্ছে বিদ্যাধরী। আটটি বড় খাল এবং ড্রেনের দূষিত জল এবং পুর-বর্জ্য এসে মিশছে বিদ্যাধরীতে। স্থানীয় মাছ চাষিরা জানাচ্ছেন কলকাতা থেকে আসা নোংরা জল শোধন করে বিদ্যাধরী নদীতে পৌঁছায় তবেই সমস্যার সমাধান হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা