কার্টুন চরিত্র

Lok Sabha Election 2024: বঙ্গের ভোটরঙ্গে কার্টুন ও ব্যঙ্গচিত্রেই ফুটে উঠছে রাজনৈতিক প্রচার, নজর কাড়ছে মানুষের

উত্তর ২৪ পরগনা: ভোট প্রচারের মাধ্যম হিসেবে ব্যঙ্গচিত্র বা কার্টুন বহু যুগ ধরেই মানুষের মনোরঞ্জন করে চলেছে, পাশাপাশি ভোটের সময় বিভিন্ন কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে প্রচার চালিয়ে এর ফায়দা লাভ করেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। আর সাধারণ মানুষের মধ্যেও এই ব্যঙ্গচিত্র বা কার্টুন ছবির আকর্ষণ অনেকটাই বেশি থাকে, সেক্ষেত্রে ছোট থেকে বড় সকলের নজর কাড়ে এই প্রচার।

লোকসভা নির্বাচনে বারাসতের ১৭ নম্বর ওয়ার্ডেও এ দিন দেখা গেল এমনই কাটুন চরিত্রকে ঘিরে মানুষের ভিড়। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে দেওয়াল লেখার পাশাপাশি বিভিন্ন কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে একদিকে যেমন বিরোধী দল তথা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ব্যঙ্গচিত্র ব্যবহার করে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে তেমনই, তৃণমূলের সাংসদের অর্থানুকূল্যে তৈরি হওয়া বিভিন্ন উন্নয়নের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে এলাকার বিভিন্ন দেয়ালগুলিতে।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

রং তুলিতে এই ছবি ফুটে উঠতেই নজর কাড়ছে এলাকার মানুষদের। আর এর মধ্যে দিয়েই নানা উন্নয়নের খতিয়ান যেমন তুলে ধরছে রাজনৈতিক দলগুলি তার পাশাপাশি বিরোধীদলদের কটাক্ষ করেও নানা ব্যঙ্গ চিত্র মানুষকে মনোরঞ্জন করছে। সাধারণ মানুষ অনেকেই দাঁড়িয়ে দেখছেন এই ছবি, অনেকেই মোবাইল বন্দী করছেন নানা ব্যাঙ্গাত্মক কার্টুন চরিত্রগুলিকে। আর সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চলছে চর্চা। তবে বঙ্গের ভোট রঙ্গে বহু বছর ধরে চলে আসা এই কাটুন চরিত্র কিন্তু এখনও রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রচারের অন্যতম হাতিয়ার হয়েই রয়ে গিয়েছে।

এ দিন ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সংসদের নানা উন্নয়নমূলক কাজের যেমন খতিয়ান এই দেওয়াল লিখন কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পাশাপাশি বিরোধীদের নানা কাজের সমালোচনা যা, কয়েকটি দেওয়ালে লিখে শেষ করা যাবে না সেই ধরনের ব্যাঙ্গাত্মক রূপ ফুটিয়ে তোলা হয়েছে কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে। যেখানে সাধারন দেওয়াল লিখন মানুষের নজর এড়িয়ে গেলেও,  এই ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন চরিত্র মানুষকে আকর্ষণ করবে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। তবে ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়বে তা অবশ্য সময়ই বলবে।

Rudra Narayan Roy