রায়দিঘি কলেজ

Bangla Video: স্বনির্ভর হওয়ার পথে রায়দিঘি কলেজ

দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর হয়ে ওঠার কাহিনী তো অনেক শুনেছেন। কিন্তু কখনও কি শুনেছেন আস্ত একট কলেজ স্বনির্ভর হয়ে উঠছে? ঠিক এমনই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজের ক্ষেত্রে। এই কলেজে তৈরি হচ্ছে নতুন ভবন।

দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা রায়দিঘিতে অবস্থিত এই কলেজে গত কয়েকটি শিক্ষাবর্ষ জুড়ে ক্রমশ ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে তারা যাতে সঠিকভাবে ক্লাস করতে পারে তার জন্যই বাড়ানো হচ্ছে কলেজ ভবনের পরিধি। তৈরি হচ্ছে নতুন কলেজ বিল্ডিং। এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে কলেজের নিজস্ব টাকায়। এই বিষয়ে সরকার বা অন্য কোথাও থেকে সেই অর্থে সাহায্য নেওয়া হয়নি।

আর‌ও পড়ুন: চতুর্থ দফায় নজর কাড়বে এই জেলার ভোট, বাঙালি-অবাঙালি মিশ্রণে নির্ধারক একাধিক সমীকরণ

কলেজ ভবন তৈরির এই টাকা কোথা থেকে এল‍? এই প্রশ্নের জবাবে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানান, কলেজের ছাত্র-ছাত্রীদের প্রদেয় ফি বাঁচিয়ে সেই টাকা দিয়ে তৈরি করা হচ্ছে এই ভবন। সেই সঙ্গে কলেজ প্রাঙ্গণেই তৈরি করা হয়েছে একাধিক প্রজেক্ট। ঔষধি গাছের বাগান গড়ে তোলা হয়েছে কলেজে। এছাড়াও কলেজ প্রাঙ্গণে হয়েছে সূর্যমুখী ফুলের বাগান। কয়েক মাস আগে করা হয়েছিল মাশরুম চাষ। এভাবে গোটা কলেজ স্বনির্ভর হয়ে উঠেছে। এই কাজে কলেজের একাধিক বিভাগ সহযোগিতা করছে। রয়েছে ছাত্র-ছাত্রীরাও। এভাবে কলেজের স্বনির্ভর হওয়ার গল্প পথ দেখাচ্ছে অন্যান্য কলেজগুলিকেও। ভবিষ্যতে এই প্রকল্পগুলি আরও বড় আকারে করার পরিকল্পনা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

নবাব মল্লিক