বিদ্রোহী ক্লাবের আমন্ত্রণ পত্র 

We Want Justice: কখনও নেয়নি সরকারি অনুদান, এবার পুজোয় আরও বড় সিদ্ধান্ত বিদ্রোহী ক্লাবের! জানুন

রায়গঞ্জ: আবারও অভিনব ভাবে প্রতিবাদ! শ্রাদ্ধের কার্ডের পর এবার পুজোর আমন্ত্রণপত্রেও লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’। উৎসবের আয়োজন চলছে, তার পাশাপাশি চলছে অন্যরকম প্রতিবাদ। আন্দোলনের পাশাপাশি অন্য ভঙ্গিতেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে সামিল হয়েছে রায়গঞ্জ এক পুজো কমিটিও।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে পথে নেমেছেন অনেকে। যার প্রভাব সরাসরি এসে পড়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয়। পুজোয় রাজ্য সরকারের অনুদান ফিরিয়েছে বেশ কয়েকটি ক্লাব। এবার ‘উই ওয়ান্ট জাস্টিসে’র স্লোগান দুর্গাপুজোর আমন্ত্রণপত্রে। উত্তর দিনাজপুর জেলায় বিগ বাজেট পুজোগুলির অন্যতম রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব।

আরও পড়ুন: আরজি করে’ই নয়, ঘটনার পর ‘সবকিছু’ পরিবর্তন করা হয় কোথায়? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের! চমকে যাবেন শুনে

এবার এই ক্লাবের আমন্ত্রণপত্রে প্রতিবাদের সেই অভিনব ছবি ধরা পড়েছে।চলতি বছরে বিদ্রোহী ক্লাবের পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করছে। কোনও বারই সরকারি অনুদান না নেওয়া এই ক্লাব আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাঁদের দুর্গাপুজোর আমন্ত্রণপত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবি জানিয়ে স্ট্যাম্প দিয়েছে। নৃশংস ঘটনায় দোষীর শাস্তির দাবি জানিয়ে চাঁদা তুলতে গিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে সেই কার্ড তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা।

একই সঙ্গে প্রতিবাদে সকলকে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তাঁরা। নৃশংস ঘটনার প্রতিবাদে সকলকে সামিল করার জন্য অভিনব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের পৃষ্ঠপোষক মোহিত সেনগুপ্ত। ঘটনার সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ”দুর্গাপুজার আয়োজন করছি ঠিকই, কিন্তু লক্ষ্য এখন শুধুই আরজি কর মেডিক্যালের নৃশংস ঘটনার সুবিচার।’ ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রতিবাদ জানালেও পুজোর বাজেটে কোনও বরাদ্দ কমায়নি তাঁরা। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় অভিনবত্ব থাকছে। কিন্তু আরজি করের ঘটনায় ক্লাবের সদস্যরা প্রতিবাদ থেকে এক কদমও পিছিয়ে আসেনি। আরজিকর কাণ্ডের সুবিচারের জন্য প্রতিবাদ জানিয়েছে সকল শ্রেণীর মানুষ। এবার পুজোয় আরজি করের ঘটনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব।

—- পিয়া গুপ্তা