রায়দিঘির দিঘি 

Sundarbans Tourism: হোম স্টে, ক্যাফেটেরিয়া, বোটিং, সেলফি…রঙিন আকর্ষণে সেজে উঠছে সুন্দরবনের প্রবেশদ্বার

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার হল রায়দিঘি‌। এখান থেকে খুব সহজেই যাওয়া যায় বনি ক্যাম্পে। এছাড়াও এই এলাকায় রয়েছে জটার দেউল ও রায়দিঘিতে সুগভীর দিঘির মতো আকর্ষণীয় স্থান। এই সমস্ত জায়গাকে আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলা হচ্ছে এলাকাকে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ, মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা-সহ একটি পরিদর্শক দল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেছেন‌।

ঐতিহাসিক জটার দেউলের কাছে হোম স্টে-এর পরিকল্পনা ও রাস্তা-সহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। যার ফলে পর্যটকরা সেখানে এসে আর ফিরে যাবেন না। অন্যদিকে রায়দিঘিতে ক্যাফেটেরিয়া, বোটিং, সেলফি পয়েন্ট ও একটি ম্যানগ্রোভ উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বাইরে থেকে যাঁরা আসবেন তাঁরা খুবই আনন্দিত হবেন।

আরও পড়ুন : ভাড়ার এক চিলতে ঘরে ঢোকে না আলো, হাওড়ার ঘিঞ্জি বস্তিতে অভাবী দিন গুজরান মুঘল ‘বেগম’ ও বংশধরের

এদিকে এই সমস্ত কিছু একটি প্যাকেজের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক ড: অলক জলদাতা। পর্যটকরা রায়দিঘির দিঘি, জটার দেউল হয়ে বনি ক্যাম্পে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে কেউ চাইলে জটার দেউল ঘুরে রায়দিঘিতে এসে থাকতেও পারবে। ফলে পর্যটকদের জন্য আগামিদিনে এই স্থান খুবই আকর্ষণীয় হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।