মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Birthday: টানা ২ কিলোমিটার পদযাত্রা…, বাংলার জন্মদিন ‘উত্তরবঙ্গেই’ পালন মমতার

চালসা: বর্ষবরণ ও বাংলার জন্মদিন চালসায় পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছেই বাংলার জন্মদিন ও নববর্ষ পালন করার জন্য প্রায় দু কিলোমিটার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্মদিনের শুভেচ্ছা বার্তা এই পদযাত্রা থেকেই দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন পদযাত্রায় ভিন্ন মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও ছোট্ট শিশুকে কোলে নিয়ে তুলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কখনও পাহাড়ের স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচের ছন্দে পা মেলাতে মেলাতেও মিছিল করলেন মুখ্যমন্ত্রী।

রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা পথ চলতি মানুষ থেকে শুরু করে কর্মী-সমর্থক সবার সঙ্গে ও শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসার গোলাই এর মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারী শিল্পীদের সঙ্গে দীর্ঘক্ষণ পা মেলান। শুধু তাই নয়, তাঁদের প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে এই চালসায় এভাবেই অন্য মুডে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে এবার উত্তরবঙ্গকেই অন্যতম টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে। বারবার উত্তরবঙ্গের ছুটে আসা তার উদাহরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০১৯ এর লোকসভা নির্বাচনের তুলনায় ২০২১ এ অনেকটাই ভোট পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস।

২০২৪ এর লোকসভার ভোটে আগে রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর রেখে একের পর এক প্রকল্প দেওয়া হয়েছে। বিশেষ করে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে জমির পাট্টা দেওয়া, একের পর এক প্রকল্প উত্তরবঙ্গকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় ঘটনা ঘটার পর বার্নিশ গ্রামে ছুটে গেছিলেন ওই রাতেই মুখ্যমন্ত্রী।

নির্বাচন কমিশনের তরফে বাড়ি তৈরি করার আপত্তি জানানোর পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন প্রথম কিস্তির ২০ হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির ৪০ হাজার টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন ক্ষতিগ্রস্তরা। কার্যত উত্তরবঙ্গের মাটি আঁকড়ে ধরে রেখেছেন তৃণমূল নেত্রী বলেই রাজনৈতিক মহলের মত। এখনও পর্যন্ত কোচবিহারে তিনটি জলপাইগুড়িতে চারটি ও আলিপুরদুয়ারে তিনটি নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রোড শো ও সভা করছেন উত্তরবঙ্গ জুড়ে। তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে এই উত্তরবঙ্গের তিন কেন্দ্র বলেই মনে করা হচ্ছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়