মমতা বন্দ্যোপাধ্যায়-অনুব্রত মণ্ডল।

Mamata Banerjee- Anubrata Mandal: বন্যার আবহে বীরভূম-সহ তিন জেলায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর! কেষ্ট-সাক্ষা‍ৎ হবে কি?

কলকাতা: বন্যা পরিস্থিতি পরিদর্শনে তিন দিনের দক্ষিণবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম- এই তিন জেলায় সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি পরিদর্শন শুধু নয়, সেই সঙ্গে করবেন প্রশাসনিক বৈঠকও।

সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন।  তারপর পূর্ব বর্ধমান লাগোয়া কয়েকটি এলাকায় পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, যাবেন বাঁকুড়ার বড়জোড়াতেও।

আরও পড়ুন: নিউ টাউনে রহস্যমৃত্যু! বহুতলের গেট থেকে উদ্ধার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ

পরের দিন, অর্থাৎ মঙ্গলবার বোলপুরে করবেন প্রশাসনিক বৈঠক। মূলত বোলপুরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী, ঐদিন বোলপুরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। বুধবার বোলপুর থেকে কলকাতা ফেরার পথে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার।

আরও পড়ুন: ৫৮ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক এবং ঘুষ নেওয়ার অভিযোগ! বড় সাজা হল চিনের আমলার

অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর। মঙ্গলবার বীরভূমে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। বীরভূম জেলার জন্য তৃণমূল কংগ্রেসের কোর কমিটি আগেই তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্যদের নিয়েও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে? জল্পনা চরমে।