বৃষ্টিতে ভিজে গিয়েছে মোবাইল ফোন! সঙ্গে সঙ্গে করুন এই ৫ কাজ, না হলেই সর্বনাশ ফোনের

Mobile Phone: বৃষ্টিতে ভিজে গিয়েছে মোবাইল ফোন! সঙ্গে সঙ্গে করুন এই ৫ কাজ, খারাপ হওয়ার ভয় শেষ

এখনকার স্মার্টফোনগুলো জল প্রতিরোধী হয় অর্থাৎ জলে ভিজে গেলেও ক্ষতি হয় না। তবে, তার পরেও জলের থেকে দূরে রাখা নিজেদের ফোনের জন্য একটি ভাল উপায়। কারণ স্মার্টফোনে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যার মধ্যে রয়েছে ফটো, ভিডিও এবং অন্যান্য নথি। তাই বৃষ্টিতে ফোন ভিজে যাওয়া যে কোনও ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করতে পারে।

এই অবস্থায় প্রশ্ন উঠতে পারে জলের থেকে নিজেদের ফোনকে রক্ষা করার জন্য কী করা যেতে পারে। যদি কারও ফোন বৃষ্টিতে ভিজে যায়, তাহলে খুব বেশি চিন্তা করার দরকার নেই। কারণ কিছু সহজ উপায়ে নিজেদের ফোন জলের থেকে রক্ষা করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, জলের থেকে ফোনকে বাঁচানোর জন্য কী কী করা যেতে পারে এবং কী করা উচিত নয়।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের আক্রমণ! নিম্নচাপের খেল শুরু কবে থেকে? ঝড়বৃষ্টির দাপটে কাঁপবে কোন কোন জেলা? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট

ফোন জলে ভিজে গেলে, কী করা উচিত নয় –

ফোন অন করা উচিত নয় – এতে ফোনে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

ফোন ঝাঁকানো উচিত নয় – এর ফলে ফোনের ভিতরে আরও জল ছড়িয়ে পড়তে পারে।

হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকিয়ে ফেলা উচিত নয় – এতে ফোন গরম হতে পারে এবং ফোনের ক্ষতিও হতে পারে।

ফোন চার্জ করা উচিত নয় – এই কারণে শর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: পেট্রোল ভরেও চলছে না বাইক! ট‍্যাঙ্কি খুলতেই চোখ ছানাবড়া, তেলের বদলে ভেতরে এ কী? পাম্পে তুমুল বিক্ষোভ

ফোন জলে ভিজে গেলে, কী করা উচিত –

অবিলম্বে ফোনের সুইচ অফ করা উচিত – প্রথমে ফোনের সুইচ অফ করে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলতে হবে।

ফোন পরিষ্কার করা উইচত – নরম কাপড় দিয়ে ফোন পরিষ্কার করতে হবে।

ফোন শুকিয়ে নিতে হবে – ফোনটি শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখতে হবে। কেউ চাইলে এক বাটি চালের মধ্যেও ফোন রাখতে পারে। এতে চাল আর্দ্রতা শুষে নেবে।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

কিছু সময়ের জন্য ফোন বন্ধ করে রেখে দিতে হবে – ফোনটিকে কমপক্ষে ২৪ ঘন্টা শুকোতে দিতে হবে।

ফোন চালু করার চেষ্টা করতে হবে – ২৪ ঘন্টা পরে ফোন চালু করার চেষ্টা করতে হবে। ফোন যদি কাজ করে তাহলে ঠিক আছে, নয়তো সার্ভিসিং করাতে হবে।