মাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

Madhyamik 2024 Merit List: মাধ্যমিকের সেরা দশে ফের জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

নরেন্দ্রপুর: ফের মাধ্যমিকের ফলাফলে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৷ সেরা দশে জায়গায় করেছে ছয় পরীক্ষার্থী ৷ নিয়ম, শৃঙ্খলা, অধ্যাবসায় ইত্যাদির মাধ্যমেই শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ ৷ তিনি দাবি করেছেন স্কুলের পড়ুয়াদের সাফল্যের অন্যতম কারণ তাঁদেরকে মোবাইল ফোন থেকে বিরত রাখা ৷

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় নৈরিত রঞ্জন রায় প্রাপ্ত নম্বর (৬৯১), ষষ্ঠ অলিভ গায়েন প্রাপ্ত নম্বর (৬৮৮), সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭), নবম ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত (৬৫৮), দশম শুভ্রকান্তি জন (৬৮৪) ৷

এছাড়াও সোনারপুরে সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ অষ্টম সন্দীপন মান্না মোট প্রাপ্ত নম্বর (৬৬৮), নবম ঈশান বিশ্বাস (৬৮৫) ৷ সব মিলিয়ে বলাই যেতে পারে আরও একবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিদ্যার্থীরা ফের এই শিক্ষা সংস্থার মুখ উজ্জ্বল করলেন সঙ্গে সঙ্গে বাংলার মুখও উজ্জ্বল করলেন ৷

৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।

আরও পড়ুন: WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

চলতি বছর মত ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। তবে, উদ্বেগের বিষয় শেষ কয়েক বছরের মত, এবছরও পাশের হার ৯০ শতাংশের গণ্ডি পেরোতে পারেনি।   ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ।

আরও পড়ুন: Madhyamik 2024 Merit List: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক

গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ‘টপার’ হয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। ৯৪.১৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিল কালিম্পং। এই জেলা ছিল দ্বিতীয় স্থানে। এবং তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।