নবান্নের নির্দেশনামা

West Bengal News: আরজি কর কাণ্ডের জের, স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে স্বাস্থ্য দফতরকে চিঠি, একগুচ্ছ নির্দেশ নবান্নের

কলকাতা: আরজি কর কাণ্ডের জের। এবার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে ও স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে একগুচ্ছ নির্দেশ দিল নবান্ন। এই মর্মে মুখ্য সচিবের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবকে। মূলত স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা, এবং দক্ষ কার্যকারিতা সম্পর্কে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে।

এক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা সংক্রান্ত অডিটের দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিত কর পুরকায়স্থকে। যে যে খাতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি হল:

১) পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুম, অন ডিউটি রুম ছাড়াও হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে থাকতে হবে সিসিটিভি।

২) রাজ্যের তরফে সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হবে। মহিলা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় থানা রাতের বেলা বারবার ভিজিট করবে।

আরও পড়ুন: আর রইল না…! সন্দীপ ঘোষকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, একদিনেই জোড়া ধাক্কা

৩) একটি কেন্দ্রীয় হেল্পলাইন চালু করা হচ্ছে।

৪) প্যানিক কল বাটন ব্যবস্থা থাকতে চলেছে সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রে।

৫) কেন্দ্রীয় ভাবে এক ব্যবস্থা রাখা হচ্ছে যার মাধ্যমে মেডিক্যাল কলেজে ও হাসপাতালে কত সংখ্যক শয্যা আছে তা জানা যাবে।

৬) ফাঁকা পদে শীঘ্রই নিয়োগ করা হবে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের।

আরও পড়ুন: ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ শিরোপা পেল বাংলার এই’ গ্রাম! ধন্য ধন্য রাজ্য জুড়ে, আবেগে ভাসলেন মমতা

৭) একটা অভিযোগ গ্রহণের জন্য যথাযথ সেল থাকতে হবে। যেখানে রোগী ও তাঁর পরিবারও অভিযোগ জানাতে পারবেন।

৮) ইন্টারন্যাল কমপ্লেন কমিটি বা অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে এই বিষয়ে যাবতীয় কাজ করতে বলা হয়েছে।