গঙ্গাসাগরে চলছে প্রচার । প্রতীকী ছবি।

Gangasagar Mela 2024: কৌতুহল চরমে! গঙ্গাসাগরের প্রবল ভিড়ে ৮ ফুট লম্বা লম্বা ওঁরা কারা? দেখুন অবাক করা ভিডিও

গঙ্গাসাগর: গঙ্গাসাগরে আছড়ে পড়েছে পূণ্যার্থীর ঢেউ, জনস্রোতে ভেসে গিয়েছে সমগ্র সাগরদ্বীপ। আর তার মাঝে দিব্যি হঁটে বেড়াচ্ছে ৮ ফুট লম্বা কয়েকজন। কৌতুহলী জনতার চোখ বারে বারে গিয়ে পড়ছে তাঁদের দিকে, সবার একটাই প্রশ্ন ওঁরা কারা? আসলে ওরা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের লোকজন।

শিশুদের বিভিন্ন অধিকারের দাবিতে সারা বছর কাজ করেন তাঁরা। গঙ্গাসাগর মেলায় লাখ, লাখ পূণ্যার্থী আসেন সারা দেশ থেকে। আর সেইজন্য শিশুদের উপর ঘটা বিভিন্ন সামাজিক ব্যাধির প্রতিকার করতে তাঁরা বেছে নেন সাগরমেলাকে।

আরও পড়ুনঃ ৮০ বছর পর আজ অতি বিরল যোগ! মকর সংক্রান্তিতে টাকা-সম্পত্তির পাহাড়ে চড়বে ৩ রাশি

বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুপাচারের মতো ঘটনার হার কমাতে তাঁরা ঘুরছেন সাগরমেলায়। একাধিক কর্মসূচির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছেন জনগণের। তাঁদের এই কাজকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। এই দলের কর্মসূচির মধ্যে অন্যতম রনপা নিয়ে মেলা প্রদক্ষিণ করা নজর কেড়েছে সকলের। ঢাক, ঢোল বাজিয়ে রণপা নিয়ে মেলার মধ্যে প্রবেশকরে রীতিমতো চমকে দিয়েছে সকলকে। এই কর্মসূচি নিয়ে শিশু অধিকার সুরক্ষা আয়োগের কর্মীরা খুবই আনন্দিত।

দলের সদস্যরা জানিয়েছেন, শিশুদের অধিকার নিয়ে তারা সারবছর কাজ করেন, হুল্লোড় বলে একটি শিশুবান্ধব পত্রিকাও প্রকাশ করেন, সেই সঙ্গে রয়েছে সাইবার সিকিউরিটি নিয়ে বই। গঙ্গাসাগর মেলার মাধ্যমে সারা বছরের কর্মসূচিগুলিকে একসঙ্গে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন, এটাই সাফল্য।

নবাব মল্লিক