মধু সংগ্রহ করতে চলেছে মৌলেরা

South 24 Parganas News: বাঘের ডেরায় মধু সংগ্রহ, একই পোশাক ও টুপি কেন দেওয়া হয় মৌলেদের! জানলে চমকে যাবেন

দক্ষিণ ২৪ পরগনা: বাঘের ডেরাই মধু সংগ্রহ করবে মৌলেরা। জলদস্যু থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা করছে বনদফতর। আর এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহের অনুমতি পত্র দেওয়া শুরু হয়েছে। অনুমতি পত্রের পাশাপাশি মধু সংগ্রহের সরঞ্জাম হিসেবে মুখোশ, গামছা, মধু সংগ্রহের বিশেষ টুপি, জার্সি, গ্লাভস-সহ নানা সরঞ্জাম দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

সূত্রের খবর, মুখোশ এবং এই বিশেষ টুপি যা মৌলেদের জীবন বাঁচাতে অনেকটাই কাজে লাগবে। কারণ এই মৌলেরা মধু সংগ্রহ করতে করতে যখনই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাবে তখন যদি এই পিছনে মুখোশ থাকে তাহলে হয়তো বাঘ ভাববে তার দিকেই তাকিয়ে আছে এবং বাঘের হানার আশঙ্কা অনেকটাই কম থাকে। তার পাশাপাশি এই বিশেষ টুপি এবং জার্সি যা মৌলেদের জঙ্গলের মধ্যে তাদেরকে যদি কোনওরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে এই জার্সি দেখে এক নিমেষেই চিনে যেতে পারবে, অন্যান্য মৌলেরা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি ও বসিরহাট দুটি রেঞ্জেই আনুমানিক ছ’শো মৌলে মধু সংগ্রহ অভিযানে নামবেন। তবে মধু সংগ্রহের সময় এলে সুন্দরবনে বাংলাদেশী জলদস্যুদের উৎপাত বেড়ে যায় প্রতিবছরই। জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসার সময় মৌলেদের নৌকায় হানা দেয় তারা। মধু-সহ যাবতীয় সামগ্রী লুটের ঘটনাও ঘটেছে ফি বছর। আর বাংলাদেশী জলদস্যুদের হাত থেকে মৌলেদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

সুন্দরবনের নদী খাঁড়িতে বিশেষ নজরদারি চালাচ্ছেন বন দফতর। বাংলাদেশ থেকে ভারতীয় সুন্দরবনে ঢোকার সমস্ত পথেই নজরদারি চালানো হচ্ছে। বন দফতরের এই উদ্যোগে খুশি মৌলেরা। গত বছর থেকে নজরদারি বাড়িয়েছে বন দফতর। আর এবার আরও বেশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সুমন সাহা