দিলীপ ঘোষ

‘বাংলা জুড়ে দাদাগিরি করতে পারি…’, তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কী বললেন দিলীপ ঘোষ?

বর্ধমান : “দিলীপ ঘোষই পারে সারা পশ্চিম বাংলায় দাদাগিরি করতে। সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কী করবে।” তৃণমূলকে চ্যালেঞ্জ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এর আগে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছিলেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে পাগল চার তারিখের পর দেখবেন। এমন হারাবো জীবনে আর ভোটে দাঁড়াবে না। প্যাক করে পাঠিয়ে দেব। কেন ফালতু এখানে এসেছেন। বাংলার মা বোনের কথা ও কী করে বুঝবে। নিজের দলের লোকেরাই ওর কথা বুঝতে পারছে না।”

কীর্তি আজাদ অসুস্থ স্ত্রীকে নিয়ে হুইল চেয়ারে প্রচার করছেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, “অনেকের হাত ভাঙে, অনেকের পা ভাঙে, অনেকের মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে। মোদির জন্য ভোট দেবে। গ্রাম গঞ্জে সব মানুষ এসব নাটকের ভোট আর দেবে না। কেবল উন্নয়ন, কেবল মোদি।”

আরও পড়ুন: কোটি কোটি মহিলার জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের ‘বেশি’ টাকা পাচ্ছেন কারা? বড় খবর দিলেন মমতা! আবেদনের খুঁটিনাটি জানুন দ্রুত

দিলীপ ঘোষ আরও বলেন, “আমি তো কিছু বলিনি। আমি তো বর্ধমানের লোকের কাছে এসেছি, থাকব বলে, লড়াই করব বলে আর মোদিজির সঙ্গে কাজ করব বলে। ওঁর টেনশন নেওয়ার কি কারণ আছে? কেন এসেছেন এখানে, ফালতু ফালতু?”

আরও পড়ুন: পর পর পশ্চিমী ঝঞ্ঝা…! ১৩ রাজ্য কাঁপাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি-দমকা হাওয়া! কী সতর্কতা বাংলায়? আইএমডির বিরাট আপডেট

কীর্তি আজাদ বলেছেন, বিজেপির যারা বাড়ি বাড়ি প্রচারের জন্য যাবে তাদের  ঢুকতে দেবেন না। উত্তরে দিলীপ ঘোষ বলেন, “ওসব ফালতু ডায়লগ দিয়ে সময় কাটাচ্ছেন।উনি যান লোকের কথা শুনুন। আমি কীর্তি আজাদকে প্রশ্ন করতে চাই, বর্ধমান ইউনিভার্সিটিতে ১০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে ওনার পার্টির নেতারা যুক্ত, উনি জানেন কি? এখানে গরীব লোকের রেশন চুরি হয়েছে,খাদ্যমন্ত্রী জেলে আছে উনি জানেন কি? এখানে শিক্ষা বিভাগের ৬০০ কোটি টাকার চাকরি চুরি হয়েছে পার্থ বাবু জেলে আছে। উনি জানেন কি? সন্দেশখালিতে সাধারণ গরিব মহিলাদের রাত্রিবেলা পার্টি অফিসে নিয়ে ভোগ করা হত, তার পার্টি লোকেরা করতো উনি এটা জানেন কি? সন্দেশখালি কোথায় জানেন? আগের উত্তর দিন তারপরে বড় বড় কথা বলবেন।” এদিন বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।