গোল্ডেন জ্যাকেল

Wildlife near You: জঙ্গল খুব ভাল লাগে, কলকাতা থেকে একটু দূরেই এই জেলাতেই ওয়াইল্ড লাইফের ছড়াছড়ি, যাবেন নাকি

বাঁকুড়া জঙ্গলে রয়েছে ভরপুর ছোট বন্যপ্রাণ। জয়পুর জঙ্গল থেকে শুরু করে বারো মাইল জঙ্গল। জেনে নিন কারা রয়েছে জঙ্গলে?
বাঁকুড়া জঙ্গলে রয়েছে ভরপুর ছোট বন্যপ্রাণ। জয়পুর জঙ্গল থেকে শুরু করে বারো মাইল জঙ্গল। জেনে নিন কারা রয়েছে জঙ্গলে?
বাঁকুড়ার জঙ্গল মানেই মনে হয় বড়জোড়া বেলিয়াতোড় কিংবা সোনামুখীর হাতি। তবে হাতই ছাড়াও রয়েছে একাধিক নাম না জানা প্রাণী। বন দফতরের সমীক্ষায় উঠে আসে সেই প্রাণীগুলির নাম।
বাঁকুড়ার জঙ্গল মানেই মনে হয় বড়জোড়া বেলিয়াতোড় কিংবা সোনামুখীর হাতি। তবে হাতই ছাড়াও রয়েছে একাধিক নাম না জানা প্রাণী। বোন দফতরের সমীক্ষায় উঠে আসে সেই প্রাণীগুলির নাম।
বাঁকুড়ার জঙ্গলে শজারু, বনবিড়াল, গোল্ডেন জ্যাকেল, হায়না ও নেকড়ের খোঁজ! সৌজন্যে বন দফতর।
বাঁকুড়ার জঙ্গলে শজারু, বনবিড়াল, গোল্ডেন জ্যাকেল, হায়না ও নেকড়ের খোঁজ! সৌজন্যে বন দফতর
বন্য প্রাণীদের পায়ের ছাপ, নখের আঁচড়ের দাগ এবং মলের নমুনা সংগ্রহ করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের এক সমীক্ষায় জানা গিয়েছিল যে বাঁকুড়া জঙ্গলে রয়েছে ক্ষুদ্র বন্যপ্রাণ।
বন্য প্রাণীদের পায়ের ছাপ, নখের আঁচড়ের দাগ এবং মলের নমুনা সংগ্রহ করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের এক সমীক্ষায় জানা গিয়েছিল যে বাঁকুড়া জঙ্গলে রয়েছে ক্ষুদ্র বন্যপ্রাণ।
নেকড়ে, শিয়াল , হায়না, বন্য শুয়োর, গোল্ডেন জ্যাকেল এবং সজারুর পায়ের ছাপ পাওয়া যায় জঙ্গলে। এই সব বন্য প্রাণী বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও বেশিরভাগই শিয়াল, মেছো বিড়াল, বুনো শুয়োর এবং খরগোশ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নেকড়ে, শিয়াল , হায়না, বন্য শুয়োর, গোল্ডেন জ্যাকেল এবং সজারুর পায়ের ছাপ পাওয়া যায় জঙ্গলে। এই সব বন্য প্রাণী বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও বেশিরভাগই শিয়াল, মেছো বিড়াল, বুনো শুয়োর এবং খরগোশ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বন দফতরের পাশাপাশি জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের কারণ বাঁকুড়া জঙ্গলে বসবাস করে বহু ক্ষুদ্র বন্য প্রাণ
বন দফতরের পাশাপাশি জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের কারণ বাঁকুড়া জঙ্গলে বসবাস করে বহু ক্ষুদ্র বন্য প্রাণ